বেনাপোল (যশোর) প্রতিনিধি

বিভিন্ন মডেলের শত বছরের পুরোনো গাড়ির একটি শোভাযাত্রা বাংলাদেশ ভ্রমণ শেষে বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় ১৬টি কার ও ২টি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বেনাপোল ও পেট্রাপোলে ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করে।
এদিকে নানান রং আর ব্র্যান্ডের কার আর ভিনদেশের ষাটোর্ধ্ব ভ্রমণ পিপাসু মানুষদের দেখতে সীমান্তে শত শত মানুষ ভিড় করে। এ সময় পুলিশ, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়।
সারি সারি লাল, হলুদ, নীল, সবুজ আর বাদামি রঙের নজরকাড়া শত বছরের পুরোনো গাড়ি একনজর দেখতে এবং স্মৃতির পাতায় ধরে রাখতে ছবি আর সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে নানা বয়সী মানুষ। বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্য সরেজমিনে দেখতে গত ২০ অক্টোবর ভারতের কলকাতা থেকে ‘ইস্ট হিমালয়া ক্ল্যাসিক্যাল কার র্যালি’ শীর্ষক এই শোভাযাত্রা শুরু হয়।
বেলজিয়াম, ফ্রান্স, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার ৩৪ জন পর্যটক ও ৯ জন সহকারী এই শোভাযাত্রায় অংশ নেন। ভুটান ভ্রমণ শেষে ভারতের আসাম হয়ে গত ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে শোভাযাত্রাটি। ২৪ দিনে তিন দেশ ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগামীকাল ১২ নভেম্বর কলকাতায় গিয়ে এই যাত্রা শেষ হবে। শোভাযাত্রার বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা করেছে দ্য জার্নি ওয়ালেট নামের একটি প্রতিষ্ঠান।
র্যালিতে অংশ নেওয়া বিদেশিরা বলেন, বাংলাদেশ ভ্রমণ করতে পেরে তাঁরা খুব খুশি। এ দেশের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য আর আতিথেয়তায় তাঁরা মুগ্ধ। জীবনের শেষ মুহূর্তেও এই স্মৃতি স্মরণে থাকবে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, কার শোভাযাত্রা বন্দরে এসে পৌঁছালে সর্বোচ্চ প্রশাসনিক নিরাপত্তা দেওয়া হয়। পরে তাঁরা বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করেন।

বিভিন্ন মডেলের শত বছরের পুরোনো গাড়ির একটি শোভাযাত্রা বাংলাদেশ ভ্রমণ শেষে বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় ১৬টি কার ও ২টি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বেনাপোল ও পেট্রাপোলে ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করে।
এদিকে নানান রং আর ব্র্যান্ডের কার আর ভিনদেশের ষাটোর্ধ্ব ভ্রমণ পিপাসু মানুষদের দেখতে সীমান্তে শত শত মানুষ ভিড় করে। এ সময় পুলিশ, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়।
সারি সারি লাল, হলুদ, নীল, সবুজ আর বাদামি রঙের নজরকাড়া শত বছরের পুরোনো গাড়ি একনজর দেখতে এবং স্মৃতির পাতায় ধরে রাখতে ছবি আর সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে নানা বয়সী মানুষ। বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্য সরেজমিনে দেখতে গত ২০ অক্টোবর ভারতের কলকাতা থেকে ‘ইস্ট হিমালয়া ক্ল্যাসিক্যাল কার র্যালি’ শীর্ষক এই শোভাযাত্রা শুরু হয়।
বেলজিয়াম, ফ্রান্স, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার ৩৪ জন পর্যটক ও ৯ জন সহকারী এই শোভাযাত্রায় অংশ নেন। ভুটান ভ্রমণ শেষে ভারতের আসাম হয়ে গত ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে শোভাযাত্রাটি। ২৪ দিনে তিন দেশ ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগামীকাল ১২ নভেম্বর কলকাতায় গিয়ে এই যাত্রা শেষ হবে। শোভাযাত্রার বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা করেছে দ্য জার্নি ওয়ালেট নামের একটি প্রতিষ্ঠান।
র্যালিতে অংশ নেওয়া বিদেশিরা বলেন, বাংলাদেশ ভ্রমণ করতে পেরে তাঁরা খুব খুশি। এ দেশের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য আর আতিথেয়তায় তাঁরা মুগ্ধ। জীবনের শেষ মুহূর্তেও এই স্মৃতি স্মরণে থাকবে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, কার শোভাযাত্রা বন্দরে এসে পৌঁছালে সর্বোচ্চ প্রশাসনিক নিরাপত্তা দেওয়া হয়। পরে তাঁরা বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করেন।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে