বেনাপোল (যশোর) প্রতিনিধি

বিভিন্ন মডেলের শত বছরের পুরোনো গাড়ির একটি শোভাযাত্রা বাংলাদেশ ভ্রমণ শেষে বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় ১৬টি কার ও ২টি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বেনাপোল ও পেট্রাপোলে ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করে।
এদিকে নানান রং আর ব্র্যান্ডের কার আর ভিনদেশের ষাটোর্ধ্ব ভ্রমণ পিপাসু মানুষদের দেখতে সীমান্তে শত শত মানুষ ভিড় করে। এ সময় পুলিশ, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়।
সারি সারি লাল, হলুদ, নীল, সবুজ আর বাদামি রঙের নজরকাড়া শত বছরের পুরোনো গাড়ি একনজর দেখতে এবং স্মৃতির পাতায় ধরে রাখতে ছবি আর সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে নানা বয়সী মানুষ। বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্য সরেজমিনে দেখতে গত ২০ অক্টোবর ভারতের কলকাতা থেকে ‘ইস্ট হিমালয়া ক্ল্যাসিক্যাল কার র্যালি’ শীর্ষক এই শোভাযাত্রা শুরু হয়।
বেলজিয়াম, ফ্রান্স, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার ৩৪ জন পর্যটক ও ৯ জন সহকারী এই শোভাযাত্রায় অংশ নেন। ভুটান ভ্রমণ শেষে ভারতের আসাম হয়ে গত ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে শোভাযাত্রাটি। ২৪ দিনে তিন দেশ ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগামীকাল ১২ নভেম্বর কলকাতায় গিয়ে এই যাত্রা শেষ হবে। শোভাযাত্রার বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা করেছে দ্য জার্নি ওয়ালেট নামের একটি প্রতিষ্ঠান।
র্যালিতে অংশ নেওয়া বিদেশিরা বলেন, বাংলাদেশ ভ্রমণ করতে পেরে তাঁরা খুব খুশি। এ দেশের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য আর আতিথেয়তায় তাঁরা মুগ্ধ। জীবনের শেষ মুহূর্তেও এই স্মৃতি স্মরণে থাকবে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, কার শোভাযাত্রা বন্দরে এসে পৌঁছালে সর্বোচ্চ প্রশাসনিক নিরাপত্তা দেওয়া হয়। পরে তাঁরা বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করেন।

বিভিন্ন মডেলের শত বছরের পুরোনো গাড়ির একটি শোভাযাত্রা বাংলাদেশ ভ্রমণ শেষে বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় ১৬টি কার ও ২টি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বেনাপোল ও পেট্রাপোলে ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করে।
এদিকে নানান রং আর ব্র্যান্ডের কার আর ভিনদেশের ষাটোর্ধ্ব ভ্রমণ পিপাসু মানুষদের দেখতে সীমান্তে শত শত মানুষ ভিড় করে। এ সময় পুলিশ, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়।
সারি সারি লাল, হলুদ, নীল, সবুজ আর বাদামি রঙের নজরকাড়া শত বছরের পুরোনো গাড়ি একনজর দেখতে এবং স্মৃতির পাতায় ধরে রাখতে ছবি আর সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে নানা বয়সী মানুষ। বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্য সরেজমিনে দেখতে গত ২০ অক্টোবর ভারতের কলকাতা থেকে ‘ইস্ট হিমালয়া ক্ল্যাসিক্যাল কার র্যালি’ শীর্ষক এই শোভাযাত্রা শুরু হয়।
বেলজিয়াম, ফ্রান্স, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার ৩৪ জন পর্যটক ও ৯ জন সহকারী এই শোভাযাত্রায় অংশ নেন। ভুটান ভ্রমণ শেষে ভারতের আসাম হয়ে গত ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে শোভাযাত্রাটি। ২৪ দিনে তিন দেশ ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগামীকাল ১২ নভেম্বর কলকাতায় গিয়ে এই যাত্রা শেষ হবে। শোভাযাত্রার বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা করেছে দ্য জার্নি ওয়ালেট নামের একটি প্রতিষ্ঠান।
র্যালিতে অংশ নেওয়া বিদেশিরা বলেন, বাংলাদেশ ভ্রমণ করতে পেরে তাঁরা খুব খুশি। এ দেশের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য আর আতিথেয়তায় তাঁরা মুগ্ধ। জীবনের শেষ মুহূর্তেও এই স্মৃতি স্মরণে থাকবে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, কার শোভাযাত্রা বন্দরে এসে পৌঁছালে সর্বোচ্চ প্রশাসনিক নিরাপত্তা দেওয়া হয়। পরে তাঁরা বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করেন।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে