মাগুরা প্রতিনিধি

মাগুরা-যশোর সড়কের সীমাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় সড়ক আইনে মামলা করেছে মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম কুমার।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই সড়কে অটোরিকশাটিকে জিএম পরিবহনের একটি বাস চাপা দেয় বলে জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা। তবে পুলিশ বলছে অটোরিকশাকে চাপা দেওয়া পরিবহনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আজ শনিবার মাগুরা হাইওয়ে পুলিশের ওসি গৌতম কুমার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘যে পরিবহনের (বাস) কথা গতকাল থেকে বলা হচ্ছে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। এমনকি সেই সময়ের পরিবহনকে শনাক্ত করে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি।’
ওসি বলেন, ‘শতখালী এলাকায় গতকাল দুর্ঘটনার সময় অটোরিকশাটি পৌঁছালে সড়কের পাশে মাটির স্তূপে যানটি আটকে যায়। এ সময় পেছন দিক থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায় বলে স্থানীয়রা জানায়। কিন্তু আজ শনিবার আমরা কোনো পরিবহনকে ধাক্কা দেওয়ার কোনো প্রমাণ খুঁজে পাইনি।’
ওসি বলেন, ‘বাস না হয়ে ভারী অন্য কোনো যান হতে পারে। সে হিসেব করেই আমরা তদন্ত করছি। কারণ, যশোর বেনাপোল স্থলবন্দর থেকে রাতে ওই সময় ভারী যানবাহন ঢাকামুখী যাতায়াত করে।’
প্রসঙ্গত, গতকাল মাগুরা-যশোর সড়কের সীমাখালী এলাকায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হন। নিহতের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের নিতাই দের স্ত্রী নিরুপমা দে (৪৫) এবং একই গ্রামের নারায়ণ চন্দ্র দের স্ত্রী পুষ্প রানী দে (৪০)। এ ছাড়া মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান নারিকেলবাড়িয়া বাজারের মুদি ব্যবসায়ী মধু শিকদার (৫০)।
এ ঘটনায় আরও ৫-৭ আহত হন। আহতরা মাগুরা সদর হাসপাতাল ও শালিখা উপজেলা কমপ্লেক্স থেকে বাঘারপাড়ার একটি ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে আজ সকালেই বাড়ি ফিরেছেন।

মাগুরা-যশোর সড়কের সীমাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় সড়ক আইনে মামলা করেছে মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম কুমার।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই সড়কে অটোরিকশাটিকে জিএম পরিবহনের একটি বাস চাপা দেয় বলে জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা। তবে পুলিশ বলছে অটোরিকশাকে চাপা দেওয়া পরিবহনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আজ শনিবার মাগুরা হাইওয়ে পুলিশের ওসি গৌতম কুমার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘যে পরিবহনের (বাস) কথা গতকাল থেকে বলা হচ্ছে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। এমনকি সেই সময়ের পরিবহনকে শনাক্ত করে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি।’
ওসি বলেন, ‘শতখালী এলাকায় গতকাল দুর্ঘটনার সময় অটোরিকশাটি পৌঁছালে সড়কের পাশে মাটির স্তূপে যানটি আটকে যায়। এ সময় পেছন দিক থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায় বলে স্থানীয়রা জানায়। কিন্তু আজ শনিবার আমরা কোনো পরিবহনকে ধাক্কা দেওয়ার কোনো প্রমাণ খুঁজে পাইনি।’
ওসি বলেন, ‘বাস না হয়ে ভারী অন্য কোনো যান হতে পারে। সে হিসেব করেই আমরা তদন্ত করছি। কারণ, যশোর বেনাপোল স্থলবন্দর থেকে রাতে ওই সময় ভারী যানবাহন ঢাকামুখী যাতায়াত করে।’
প্রসঙ্গত, গতকাল মাগুরা-যশোর সড়কের সীমাখালী এলাকায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হন। নিহতের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের নিতাই দের স্ত্রী নিরুপমা দে (৪৫) এবং একই গ্রামের নারায়ণ চন্দ্র দের স্ত্রী পুষ্প রানী দে (৪০)। এ ছাড়া মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান নারিকেলবাড়িয়া বাজারের মুদি ব্যবসায়ী মধু শিকদার (৫০)।
এ ঘটনায় আরও ৫-৭ আহত হন। আহতরা মাগুরা সদর হাসপাতাল ও শালিখা উপজেলা কমপ্লেক্স থেকে বাঘারপাড়ার একটি ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে আজ সকালেই বাড়ি ফিরেছেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে