বরগুনা প্রতিনিধি

আলেয়ার বেগম বয়স এখন ৭০। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা ৩৩ বছরেরও বেশি সময় ধরে বরগুনা শহরের বিভিন্ন স্থানে খুপরি ঘরে বসবাস করেছেন। সর্বশেষ বরগুনা পৌরশহরের মাদ্রাসা ব্রিজের পশ্চিম পাড়ের কোণায় খুপরি ঘরে ছিলেন আলেয়া। অবশেষে খাজুরতলা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি ঘর বরাদ্দ পেলেন তিনি।
আলেয়া বেগমের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী গ্রামে। শ্বশুরবাড়িও ছিল একই গ্রামে। ৩৩ বছর আগে সংসারে অভাব অনটনের কারণে মায়ের সঙ্গে বরগুনা শহরে পাড়ি জমান। তখন থেকেই শুরু হয় তাঁর আশ্রয়হীন জীবন। প্রথমে বরগুনার মাছ বাজার, সবজি বাজারে ভাসমানভাবে রাত্রিযাপন করার পর ভাড়ানী খালের বাজার ব্রিজের নিচে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ব্রিজের নিচের খুপরি ঘরেই জন্ম হয়েছে তাঁর ৮ ছেলে ও ১ মেয়ের। সন্তানদের কেউই সঙ্গে থাকে না। এক যুগ আগে স্বামীও আলেয়াকে ফেলে নিরুদ্দেশ। মানুষের দয়া ভিক্ষায় জীবন চলে।
বরগুনা জেলা প্রশাসন সূত্র জানায়, আলেয়ার জন্য খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের ৮৩ নম্বর ঘরটি বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল (২৬ এপ্রিল) গৃহহীন ও ভূমিহীনদের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইদ উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পের আওতায় জমিসহ একটি টিনশেড ঘর পাবেন আলেয়া বেগম।
আলেয়া বেগম বলেন, ‘বাপ মায়ের অভাবের সংসারে বড় হইছি। বিয়ার পর স্বামীও হালাইয়া থুইয়া গেছে। বড় পোলা বউ বাচ্চা লইয়া আলাদা থাহে। জীবনেও কহনো ঈদের উপহার পাই নাই। তয় এবার আমার লইয়া সবচেয়ে দামি ঈদ উপহার পাইলাম। বয়স ৭০ ছাড়াইছে, বাঁচমুও বা আর কয়দিন! তবুও এহন যদি বাকিডা সময় শান্তিতে রাহে আল্লাহ।’
আলেয়া বলেন, ‘৩৩ বছর কাডাইছি ব্রিজের তলে, খালের প্যাডে দিছি নয়ডা গুরাগারা, এত কিছুর পর হপায় একটা মাথা গোঁজার ঠাঁই পাইলাম। শেখ হাসিনা আমার মা, হে আমারে ঘর দেছে। তার লইগ্গা খোদার দরবারে প্রাণ ভইরা দোয়া করমু।’
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘ব্রিজের নিচে থাকা আলেয়ার বিষয়টি নজরে এলে আমরা তাঁকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আনি। মঙ্গলবার ঘরটি তাঁকে বুঝিয়ে দেওয়া হবে।’
প্রসঙ্গত, বরগুনার ছয় উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের কাজ চলমান। প্রথম পর্যায়ে ২৩২ টি, দ্বিতীয় পর্যায়ে ৭৯৩টি এবং তৃতীয় পর্যায়ে ৭২৫টি ঘরের মধ্যে ৪১১টি ঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
এর মধ্যে আগামী ২৬ এপ্রিল সদর উপজেলার খাজুরতলায় ৫০টি জমিসহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হবেন। এখানকার সুবিধাভোগীদের মধ্যে রয়েছে ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা, শারীরিকভাবে অক্ষম, তৃতীয় লিঙ্গের ব্যক্তিসহ গরিব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার।

আলেয়ার বেগম বয়স এখন ৭০। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা ৩৩ বছরেরও বেশি সময় ধরে বরগুনা শহরের বিভিন্ন স্থানে খুপরি ঘরে বসবাস করেছেন। সর্বশেষ বরগুনা পৌরশহরের মাদ্রাসা ব্রিজের পশ্চিম পাড়ের কোণায় খুপরি ঘরে ছিলেন আলেয়া। অবশেষে খাজুরতলা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি ঘর বরাদ্দ পেলেন তিনি।
আলেয়া বেগমের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী গ্রামে। শ্বশুরবাড়িও ছিল একই গ্রামে। ৩৩ বছর আগে সংসারে অভাব অনটনের কারণে মায়ের সঙ্গে বরগুনা শহরে পাড়ি জমান। তখন থেকেই শুরু হয় তাঁর আশ্রয়হীন জীবন। প্রথমে বরগুনার মাছ বাজার, সবজি বাজারে ভাসমানভাবে রাত্রিযাপন করার পর ভাড়ানী খালের বাজার ব্রিজের নিচে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ব্রিজের নিচের খুপরি ঘরেই জন্ম হয়েছে তাঁর ৮ ছেলে ও ১ মেয়ের। সন্তানদের কেউই সঙ্গে থাকে না। এক যুগ আগে স্বামীও আলেয়াকে ফেলে নিরুদ্দেশ। মানুষের দয়া ভিক্ষায় জীবন চলে।
বরগুনা জেলা প্রশাসন সূত্র জানায়, আলেয়ার জন্য খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের ৮৩ নম্বর ঘরটি বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল (২৬ এপ্রিল) গৃহহীন ও ভূমিহীনদের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইদ উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পের আওতায় জমিসহ একটি টিনশেড ঘর পাবেন আলেয়া বেগম।
আলেয়া বেগম বলেন, ‘বাপ মায়ের অভাবের সংসারে বড় হইছি। বিয়ার পর স্বামীও হালাইয়া থুইয়া গেছে। বড় পোলা বউ বাচ্চা লইয়া আলাদা থাহে। জীবনেও কহনো ঈদের উপহার পাই নাই। তয় এবার আমার লইয়া সবচেয়ে দামি ঈদ উপহার পাইলাম। বয়স ৭০ ছাড়াইছে, বাঁচমুও বা আর কয়দিন! তবুও এহন যদি বাকিডা সময় শান্তিতে রাহে আল্লাহ।’
আলেয়া বলেন, ‘৩৩ বছর কাডাইছি ব্রিজের তলে, খালের প্যাডে দিছি নয়ডা গুরাগারা, এত কিছুর পর হপায় একটা মাথা গোঁজার ঠাঁই পাইলাম। শেখ হাসিনা আমার মা, হে আমারে ঘর দেছে। তার লইগ্গা খোদার দরবারে প্রাণ ভইরা দোয়া করমু।’
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘ব্রিজের নিচে থাকা আলেয়ার বিষয়টি নজরে এলে আমরা তাঁকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আনি। মঙ্গলবার ঘরটি তাঁকে বুঝিয়ে দেওয়া হবে।’
প্রসঙ্গত, বরগুনার ছয় উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের কাজ চলমান। প্রথম পর্যায়ে ২৩২ টি, দ্বিতীয় পর্যায়ে ৭৯৩টি এবং তৃতীয় পর্যায়ে ৭২৫টি ঘরের মধ্যে ৪১১টি ঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
এর মধ্যে আগামী ২৬ এপ্রিল সদর উপজেলার খাজুরতলায় ৫০টি জমিসহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হবেন। এখানকার সুবিধাভোগীদের মধ্যে রয়েছে ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা, শারীরিকভাবে অক্ষম, তৃতীয় লিঙ্গের ব্যক্তিসহ গরিব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে