মাগুরা প্রতিনিধি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরের একটি শহর চেঙ্গাং মাই। সেখান থেকে বাইসাইকেল চালিয়ে হজ করার উদ্দেশে ঘর ছেড়েছেন আব্দুস সালাম। কিন্তু ব্যাংকক থেকে মিয়ানমারের ঢোকার অনুমতি না পেয়ে বিমানে ঢাকায় নেমেছেন বাইসাইকেল নিয়ে।
ঢাকা থেকে গতকাল শনিবার রাতে মাগুরা জেলা শহরের পারনান্দুয়ালী পৌঁছান তিনি। এ সময় কথা হয় ৬৪ বছর বয়সী ধাই নাগরিক আব্দুস সালামের সঙ্গে।
কিছুটা ইংরেজিতে কথা বলতে পারেন আব্দুস সালাম। আজকের পত্রিকাকে তিনি জানান, ছোটবেলা থেকে তাঁর বাইসাইকেল চালানো শখ। নিজ দেশে তিনি বহুবার ঘুরে বেরিয়েছেন নানা জায়গাতে। গত তিন বছর আগে থেকে পরিকল্পনা করেন বাইসাইকেল চালিয়ে হজ করতে যাবেন। এরপর বাড়ি থেকে বের হন এ মাসের ১৫ জানুয়ারিতে। পরের দিন ব্যাংকক পৌঁছে জানলেন মিয়ানমারে নানা জটিলতায় ঢুকতে পারবেন না। তাই প্লেনে করে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। সেখানে থেকে বাইসাইকেল চালিয়ে পাটুরিয়ার ফেরি ঘাট হয়ে শনিবার পৌঁছান মাগুরা জেলায়। কিন্তু সন্ধ্যা নামায় শনিবার সন্ধ্যায় শহরের পারনান্দুয়ালী এলাকার বেপারী পাড়া মসজিদে আসেন। এরপর স্থানীয়রা তাঁকে রাতে থাকার ব্যবস্থা করেন।
আব্দুস সালাম জানান, তিনি তাঁর এলাকায় একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। তবে অবসরপ্রাপ্ত হওয়ার পর বাইসাইকেল চালিয়ে হজ করতে যাওয়ার পরিকল্পনা করেন। তাঁর স্ত্রীও শিক্ষক। কোনো সন্তান না থাকায় দুজনের জীবন অনেকটা নিজেদের মতো করে কাটাচ্ছেন তাঁরা।
থাই এই নাগরিক জানান, পথ চেনার জন্য তিনি গুগল ম্যাপকে কাজে লাগাচ্ছেন। মাগুরা থেকে যশোর গিয়ে তিনি বেনাপোল সীমান্ত বন্দরে যাবেন। সেখানে থেকে ভারতে ঢোকার অনুমতি পেলে রোববারেই ভারত থেকে দিল্লির দিকে যাবেন বাইসাইকেলে। তাঁর ইচ্ছা ভারত থেকে কাশ্মীর হয়ে পাকিস্তান যাবেন। এরপর ইয়েমেন থেকে ইরান সীমান্ত হয়ে সৌদি আরবে ঢুকবেন। সৌদি যেতে অন্তত ৬ মাস লাগতে পারে বলে জানান তিনি।
পারনান্দুয়ালী এলাকার ইমরান হোসেন জানান, আজ রোববার ফজরের নামাজ মসজিদে পড়েন এই থাই নাগরিক। এরপর বিদায় দিতে গ্রামের অনেকে জড়ো হন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরের একটি শহর চেঙ্গাং মাই। সেখান থেকে বাইসাইকেল চালিয়ে হজ করার উদ্দেশে ঘর ছেড়েছেন আব্দুস সালাম। কিন্তু ব্যাংকক থেকে মিয়ানমারের ঢোকার অনুমতি না পেয়ে বিমানে ঢাকায় নেমেছেন বাইসাইকেল নিয়ে।
ঢাকা থেকে গতকাল শনিবার রাতে মাগুরা জেলা শহরের পারনান্দুয়ালী পৌঁছান তিনি। এ সময় কথা হয় ৬৪ বছর বয়সী ধাই নাগরিক আব্দুস সালামের সঙ্গে।
কিছুটা ইংরেজিতে কথা বলতে পারেন আব্দুস সালাম। আজকের পত্রিকাকে তিনি জানান, ছোটবেলা থেকে তাঁর বাইসাইকেল চালানো শখ। নিজ দেশে তিনি বহুবার ঘুরে বেরিয়েছেন নানা জায়গাতে। গত তিন বছর আগে থেকে পরিকল্পনা করেন বাইসাইকেল চালিয়ে হজ করতে যাবেন। এরপর বাড়ি থেকে বের হন এ মাসের ১৫ জানুয়ারিতে। পরের দিন ব্যাংকক পৌঁছে জানলেন মিয়ানমারে নানা জটিলতায় ঢুকতে পারবেন না। তাই প্লেনে করে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। সেখানে থেকে বাইসাইকেল চালিয়ে পাটুরিয়ার ফেরি ঘাট হয়ে শনিবার পৌঁছান মাগুরা জেলায়। কিন্তু সন্ধ্যা নামায় শনিবার সন্ধ্যায় শহরের পারনান্দুয়ালী এলাকার বেপারী পাড়া মসজিদে আসেন। এরপর স্থানীয়রা তাঁকে রাতে থাকার ব্যবস্থা করেন।
আব্দুস সালাম জানান, তিনি তাঁর এলাকায় একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। তবে অবসরপ্রাপ্ত হওয়ার পর বাইসাইকেল চালিয়ে হজ করতে যাওয়ার পরিকল্পনা করেন। তাঁর স্ত্রীও শিক্ষক। কোনো সন্তান না থাকায় দুজনের জীবন অনেকটা নিজেদের মতো করে কাটাচ্ছেন তাঁরা।
থাই এই নাগরিক জানান, পথ চেনার জন্য তিনি গুগল ম্যাপকে কাজে লাগাচ্ছেন। মাগুরা থেকে যশোর গিয়ে তিনি বেনাপোল সীমান্ত বন্দরে যাবেন। সেখানে থেকে ভারতে ঢোকার অনুমতি পেলে রোববারেই ভারত থেকে দিল্লির দিকে যাবেন বাইসাইকেলে। তাঁর ইচ্ছা ভারত থেকে কাশ্মীর হয়ে পাকিস্তান যাবেন। এরপর ইয়েমেন থেকে ইরান সীমান্ত হয়ে সৌদি আরবে ঢুকবেন। সৌদি যেতে অন্তত ৬ মাস লাগতে পারে বলে জানান তিনি।
পারনান্দুয়ালী এলাকার ইমরান হোসেন জানান, আজ রোববার ফজরের নামাজ মসজিদে পড়েন এই থাই নাগরিক। এরপর বিদায় দিতে গ্রামের অনেকে জড়ো হন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে