খুলনা প্রতিনিধি

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক শক্তিকেই রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।’
আজ বুধবার খুলনা প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়ন ও এইম বাংলা’র যৌথ উদ্যোগে ‘মুক্তিযুদ্ধর বাংলাদেশ: রাজনীতি উন্নয়ন ও আগামীর ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সম্মানিত অতিথি ছিলেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আর তারই কন্যা শেখ হাসিনা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের হাল ধরেছিলেন বলেই দেশটা পাকিস্তান হয়নি।’
খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) আতিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি মকবুল হোসেন মিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি।
সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন এইম বাংলার চেয়ারম্যান সাংবাদিক মল্লিক সুধাংশু এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।
সেমিনারে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, শিক্ষাবিদ, নারী নেত্রী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক শক্তিকেই রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।’
আজ বুধবার খুলনা প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়ন ও এইম বাংলা’র যৌথ উদ্যোগে ‘মুক্তিযুদ্ধর বাংলাদেশ: রাজনীতি উন্নয়ন ও আগামীর ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সম্মানিত অতিথি ছিলেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আর তারই কন্যা শেখ হাসিনা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের হাল ধরেছিলেন বলেই দেশটা পাকিস্তান হয়নি।’
খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) আতিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি মকবুল হোসেন মিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি।
সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন এইম বাংলার চেয়ারম্যান সাংবাদিক মল্লিক সুধাংশু এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।
সেমিনারে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, শিক্ষাবিদ, নারী নেত্রী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে