খুলনা প্রতিনিধি

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিএনপি ও যুবদলের নেতাসহ চারজন আটক হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে নগরীর টুটুপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।
আটক চারজন হলেন নগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মোল্লা বুলবুল, নগর যুবদলের সাবেক সদস্য শেখ মোহাম্মাদ তৌহিদুর রহমান, তৌহিদুরের ছেলে শেখ মোহাম্মাদ তাসফিকুর রহমান ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুরের মো. আরিফ মোল্লা।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর সদস্যরা রাত দেড়টার দিকে সালাউদ্দিনের বাবা বাবুল মোল্লার বাড়িতে অভিযান শুরু করেন, যা আজ শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত চলে। এ সময় ওই বাড়ি থেকে চারজনকে আটক করা হয়। সেই সঙ্গে তাঁদের কাছ থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, চারটি গুলিসহ একটি ওয়ান শুটারগান, একটি দেশি পিস্তল, তিনটি রামদা, দুটি চায়নিজ কুড়াল, তিনটি চাপাতি, ১৭০ গ্রাম গান পাউডার, ১০৫টি ইয়াবা, ছয়টি মোবাইল ফোন ও তিনটি পাসপোর্ট জব্দ করা হয়। পরে চারজনকে যৌথ বাহিনীর সদস্যরা নিয়ে যান। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই এলাকায় এখনো অবস্থান করছেন।
সদর থানার ওসি সানওয়ার জানান, চারজনকে শনিবার সকালে থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির বলেন, সালাউদ্দিন ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তৌহিদুর নগর যুবদলের সাবেক সদস্য। যুবদলের কমিটি ভেঙে যাওয়ায় বর্তমানে তাঁর পদ নেই। হুমায়ুন ব্যক্তিগত কাজে এখন ঢাকায় অবস্থান করেছেন। তাই এ দুজন কীভাবে এবং কেন গ্রেপ্তার হয়েছেন তা তাঁর জানা নেই বলে আজকের পত্রিকাকে জানান।

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিএনপি ও যুবদলের নেতাসহ চারজন আটক হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে নগরীর টুটুপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।
আটক চারজন হলেন নগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মোল্লা বুলবুল, নগর যুবদলের সাবেক সদস্য শেখ মোহাম্মাদ তৌহিদুর রহমান, তৌহিদুরের ছেলে শেখ মোহাম্মাদ তাসফিকুর রহমান ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুরের মো. আরিফ মোল্লা।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর সদস্যরা রাত দেড়টার দিকে সালাউদ্দিনের বাবা বাবুল মোল্লার বাড়িতে অভিযান শুরু করেন, যা আজ শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত চলে। এ সময় ওই বাড়ি থেকে চারজনকে আটক করা হয়। সেই সঙ্গে তাঁদের কাছ থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, চারটি গুলিসহ একটি ওয়ান শুটারগান, একটি দেশি পিস্তল, তিনটি রামদা, দুটি চায়নিজ কুড়াল, তিনটি চাপাতি, ১৭০ গ্রাম গান পাউডার, ১০৫টি ইয়াবা, ছয়টি মোবাইল ফোন ও তিনটি পাসপোর্ট জব্দ করা হয়। পরে চারজনকে যৌথ বাহিনীর সদস্যরা নিয়ে যান। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই এলাকায় এখনো অবস্থান করছেন।
সদর থানার ওসি সানওয়ার জানান, চারজনকে শনিবার সকালে থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির বলেন, সালাউদ্দিন ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তৌহিদুর নগর যুবদলের সাবেক সদস্য। যুবদলের কমিটি ভেঙে যাওয়ায় বর্তমানে তাঁর পদ নেই। হুমায়ুন ব্যক্তিগত কাজে এখন ঢাকায় অবস্থান করেছেন। তাই এ দুজন কীভাবে এবং কেন গ্রেপ্তার হয়েছেন তা তাঁর জানা নেই বলে আজকের পত্রিকাকে জানান।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
২৮ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে