খুলনা প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের এক ছাত্রকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাসহ ১৩ জন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, সনদপত্র বাতিলসহ বিভিন্ন ধরনের সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ মাছুদ। গতকাল সোমবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।
সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে স্থায়ী বহিষ্কারসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল করা হয়েছে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের রায়হান আহমেদ, সাদ আহমেদ, আদনান রাফি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাজেদুল কবিরের। ছাত্রত্ব বাতিলসহ স্থায়ী বহিষ্কার করা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানের; লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের রিজুয়ান ইসলাম রিজভী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফুয়াদুজ্জামান ফাহিম, মেহেদী হাসান মিঠু ও সাফাত মোর্শেদের এবং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের ফখরুল ইসলামের। এ ছাড়া লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তাক আহমেদকে পাঁচ বছরের জন্য কোনো প্রকার সনদ প্রদান ও চিরতরের জন্য প্রশংসাপত্র দেওয়া হবে না। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শুভেন্দু দাস এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফারিয়ার জামিল নিহালকে তিন বছরের জন্য কোনো প্রকার সনদ প্রদান ও চিরতরের জন্য প্রশংসাপত্র দেওয়া হবে না।
কুয়েট সূত্র বলেছে, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ড. এম এ রশিদ হলের ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের শিক্ষার্থী জাহিদুর রহমানকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। ওই ঘটনা তদন্তে গত বছরের ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কমিটি করা হয়। গত ২৭ জানুয়ারি তদন্ত প্রতিবেদন ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হলে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিভাগের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, শৃঙ্খলা কমিটির সভায় তদন্ত কমিটির সুপারিশ ও অন্যান্য বিষয় বিস্তারিত পর্যালোচনা শেষে শৃঙ্খলাবিধি অনুযায়ী সর্বসম্মতিক্রমে ওই ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের এক ছাত্রকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাসহ ১৩ জন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, সনদপত্র বাতিলসহ বিভিন্ন ধরনের সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ মাছুদ। গতকাল সোমবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।
সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে স্থায়ী বহিষ্কারসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল করা হয়েছে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের রায়হান আহমেদ, সাদ আহমেদ, আদনান রাফি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাজেদুল কবিরের। ছাত্রত্ব বাতিলসহ স্থায়ী বহিষ্কার করা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানের; লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের রিজুয়ান ইসলাম রিজভী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফুয়াদুজ্জামান ফাহিম, মেহেদী হাসান মিঠু ও সাফাত মোর্শেদের এবং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের ফখরুল ইসলামের। এ ছাড়া লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তাক আহমেদকে পাঁচ বছরের জন্য কোনো প্রকার সনদ প্রদান ও চিরতরের জন্য প্রশংসাপত্র দেওয়া হবে না। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শুভেন্দু দাস এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফারিয়ার জামিল নিহালকে তিন বছরের জন্য কোনো প্রকার সনদ প্রদান ও চিরতরের জন্য প্রশংসাপত্র দেওয়া হবে না।
কুয়েট সূত্র বলেছে, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ড. এম এ রশিদ হলের ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের শিক্ষার্থী জাহিদুর রহমানকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। ওই ঘটনা তদন্তে গত বছরের ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কমিটি করা হয়। গত ২৭ জানুয়ারি তদন্ত প্রতিবেদন ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হলে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিভাগের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, শৃঙ্খলা কমিটির সভায় তদন্ত কমিটির সুপারিশ ও অন্যান্য বিষয় বিস্তারিত পর্যালোচনা শেষে শৃঙ্খলাবিধি অনুযায়ী সর্বসম্মতিক্রমে ওই ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৫ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৬ ঘণ্টা আগে