যশোর প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক অধ্যাপকের প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ উঠেছে যবিপ্রবি শাখা ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পথে শাখা ছাত্রলীগের মিছিলের মধ্যে গাড়ির পেছনের গ্লাস ভাঙচুর করা হয়।
আজ সোমবার দুপুর ২টার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল চলাকালে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত মণ্ডলের গাড়িতে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম রায়হান রহমান রাব্বী। তিনি যবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনসহ মারামারির ঘটনায় রাব্বিকে পূর্বে একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার হয়েছিলেন। এই ঘটনায় অভিযুক্তের শাস্তি দাবি করে প্রক্টরের কাছে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন অধ্যাপক।
অধ্যাপক ড. সুব্রত মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশ্যে আমিসহ আর দুই শিক্ষক আমার প্রাইভেটকারে করে যাচ্ছিলাম। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে পৌঁছালে ছাত্রলীগের মিছিল মধ্য থেকে আমার গাড়ির ওপর আঘাতের শব্দ পাই। গাড়ি থামিয়ে দেখি গাড়ির পেছনের গ্লাস ভাঙা। যেভাবে গাড়ির গ্লাস ভেঙেছে, সেটা উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ কর্মী রায়হান রাব্বী জড়িত।’
ড. সুব্রত মণ্ডল আরও বলেন, ‘কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে সেটা জানি না। তবে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নেশাগ্রস্ত ছিল বলে জানতে পেরেছি। আমাদের উপাচার্য মহোদয় চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। প্রক্টর মহোদয়কে মৌখিক অভিযোগ দিয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এমন ন্যক্কারজনক ঘটনার বিচার দাবি করছি।’
নাম না প্রকাশে অনিচ্ছুক উপস্থিত এক শিক্ষার্থী বলেন, ‘ছাত্রলীগের নেতা–কর্মীরা যখন মিছিল করে তখন ওই সড়কে কোনো গাড়ি থাকলে মিছিলের পেছন পেছন যেতে হয়। কিন্তু সুব্রত মণ্ডল স্যার বারবার গাড়ির হর্ন বাজিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন রাব্বি নামে ওই শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে আঘাত করলে গ্লাস ভেঙে যায়।’
অধ্যাপক সুব্রত মণ্ডল আরও বলেন, ওই শিক্ষার্থীর হাতে থাকা শক্ত কিছু দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছে, তা না হলে গাড়ির গ্লাস এভাবে ভাঙে না। মিছিলের সময় ছাত্রলীগের ক্যাম্পাস শাখার সভাপতিও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রলীগকর্মী রাব্বির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘স্যারের গাড়ি ভাঙচুর করা হয়নি। নির্বাচন পরবর্তী ক্যাম্পাসে আনন্দ মিছিল ছিল। মিছিলের সময়ে স্যারের গাড়ি যাচ্ছিল। ও সময় রাব্বি নামে আমাদের এক কর্মী সড়কের ওপর দাঁড়িয়ে ছবি তুলেছিল। মিছিল আর গাড়ি এক সঙ্গে যাওয়ার কারণে রাব্বি গাড়ির পেছনের কাচের ওপরে পড়ে যায়। এতে তাঁর হাতের কনুই লেগে গাড়ির গ্লাস ভেঙে যেতে পারে। কেউ উদ্দেশ্যমূলকভাবে গাড়ি ভাঙচুর করেনি।’
এ বিষয়ে যবিপ্রবি প্রক্টর ড. হাসান মো. আল-ইমরান বলেন, ‘ভুক্তভোগী শিক্ষক আমাকে ঘটনাটি জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক অধ্যাপকের প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ উঠেছে যবিপ্রবি শাখা ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পথে শাখা ছাত্রলীগের মিছিলের মধ্যে গাড়ির পেছনের গ্লাস ভাঙচুর করা হয়।
আজ সোমবার দুপুর ২টার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল চলাকালে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত মণ্ডলের গাড়িতে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম রায়হান রহমান রাব্বী। তিনি যবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনসহ মারামারির ঘটনায় রাব্বিকে পূর্বে একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার হয়েছিলেন। এই ঘটনায় অভিযুক্তের শাস্তি দাবি করে প্রক্টরের কাছে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন অধ্যাপক।
অধ্যাপক ড. সুব্রত মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশ্যে আমিসহ আর দুই শিক্ষক আমার প্রাইভেটকারে করে যাচ্ছিলাম। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে পৌঁছালে ছাত্রলীগের মিছিল মধ্য থেকে আমার গাড়ির ওপর আঘাতের শব্দ পাই। গাড়ি থামিয়ে দেখি গাড়ির পেছনের গ্লাস ভাঙা। যেভাবে গাড়ির গ্লাস ভেঙেছে, সেটা উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ কর্মী রায়হান রাব্বী জড়িত।’
ড. সুব্রত মণ্ডল আরও বলেন, ‘কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে সেটা জানি না। তবে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নেশাগ্রস্ত ছিল বলে জানতে পেরেছি। আমাদের উপাচার্য মহোদয় চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। প্রক্টর মহোদয়কে মৌখিক অভিযোগ দিয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এমন ন্যক্কারজনক ঘটনার বিচার দাবি করছি।’
নাম না প্রকাশে অনিচ্ছুক উপস্থিত এক শিক্ষার্থী বলেন, ‘ছাত্রলীগের নেতা–কর্মীরা যখন মিছিল করে তখন ওই সড়কে কোনো গাড়ি থাকলে মিছিলের পেছন পেছন যেতে হয়। কিন্তু সুব্রত মণ্ডল স্যার বারবার গাড়ির হর্ন বাজিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন রাব্বি নামে ওই শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে আঘাত করলে গ্লাস ভেঙে যায়।’
অধ্যাপক সুব্রত মণ্ডল আরও বলেন, ওই শিক্ষার্থীর হাতে থাকা শক্ত কিছু দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছে, তা না হলে গাড়ির গ্লাস এভাবে ভাঙে না। মিছিলের সময় ছাত্রলীগের ক্যাম্পাস শাখার সভাপতিও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রলীগকর্মী রাব্বির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘স্যারের গাড়ি ভাঙচুর করা হয়নি। নির্বাচন পরবর্তী ক্যাম্পাসে আনন্দ মিছিল ছিল। মিছিলের সময়ে স্যারের গাড়ি যাচ্ছিল। ও সময় রাব্বি নামে আমাদের এক কর্মী সড়কের ওপর দাঁড়িয়ে ছবি তুলেছিল। মিছিল আর গাড়ি এক সঙ্গে যাওয়ার কারণে রাব্বি গাড়ির পেছনের কাচের ওপরে পড়ে যায়। এতে তাঁর হাতের কনুই লেগে গাড়ির গ্লাস ভেঙে যেতে পারে। কেউ উদ্দেশ্যমূলকভাবে গাড়ি ভাঙচুর করেনি।’
এ বিষয়ে যবিপ্রবি প্রক্টর ড. হাসান মো. আল-ইমরান বলেন, ‘ভুক্তভোগী শিক্ষক আমাকে ঘটনাটি জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাপড় চুরির অভিযোগ তুলে যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হারদী ইউনিয়নের খালপাড়া এলাকায় মধ্যযুগীয় কায়দায় এ নির্যাতনের ঘটনা ঘটে। তবে আজ শুক্রবার নির্যাতনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে
৩০ মিনিট আগেদলিত সম্প্রদায়ের অবস্থা পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, যদিও বর্তমান সরকার সবকিছু রাতারাতি পরিবর্তন করতে পারবে না, তবুও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অনেক কাজ করার সুযোগ তাদের রয়েছে।
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জের ইটনায় এবার খাদ্যবান্ধব কমর্সূচির ডিলার নিয়োগের জন্য এলআর বাবদ ১ লাখ টাকা ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে ‘সিরাজুল ইসলাম ভূঁইয়া’ নামের আইডি থেকে কল রেকর্ডটি ছাড়ার পর সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মিজান মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে