চুয়াডাঙ্গা প্রতিনিধি

আগে ছিলেন বিজিবির বাবুর্চি। এনএসআই ও সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এমনই দুই প্রতারককে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৮ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহাব্বুর রহমান।
আটককৃতরা হলেন আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের মৃদুল হোসেনের ছেলে রাশেদুজ্জামান ওরফে শান্ত (৩৫) ও সদরের পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামের নুর ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৩০)।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এনএসআই, সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থার বড় কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরির নামে প্রতারণা করে আসছিলেন রাশেদুজ্জামান ওরফে শান্ত। সম্প্রতি এনএসআইতে জুনিয়র ফিল্ড অফিসার পদে নিয়োগ দেওয়া হলে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিকে পুঁজি করে প্রতারণার জাল ছড়ান শান্ত। প্রতিজনকে চাকরি দেওয়ার আশ্বাসে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। এমন প্রতারণার ব্যাপারে একটি লিখিত এজাহার দায়ের করেন আলমডাঙ্গার কাবিলনগরের জলিল বিশ্বাসের ছেলে আব্দুল লতিফ। তাঁর অভিযোগের সূত্র ধরে অভিযানে নামেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে তাঁকে খুঁজতে অভিযান চালানো হয় শহরের মুক্তিপাড়া এলাকায়। ওই এলাকায় শান্তর কেনা একটি চারতলা বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁর দেওয়া স্বীকারোক্তিতে ঘরের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় ১৮ লাখ ১৫ হাজার নগদ টাকা। পরে আটক করা হয় তাঁর সহযোগী কাঠমিস্ত্রি বিল্লালকে।
চাকরির প্রলোভন দেখিয়ে অপরাধ সম্পর্কিত জানতে - এখানে ক্লিক করুন
ডিবি কর্মকর্তা মাহাব্বুর রহমান বলেন, আটকের পর তাঁর বিরুদ্ধে আরও তথ্য আসছে। প্রাথমিক তথ্যে বলা যেতে পারে, সরকারি চাকরি দেওয়ার নাম করে রাশেদুজ্জামান শান্ত প্রায় অর্ধকোটি টাকার মালিক হয়েছেন। শান্ত আগে বিজিবির বাবুর্চি হিসেবে কাজ করতেন বলে জানান ডিবির এই কর্মকর্তা।
প্রতারণা সম্পর্কিত পড়ুন:

আগে ছিলেন বিজিবির বাবুর্চি। এনএসআই ও সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এমনই দুই প্রতারককে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৮ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহাব্বুর রহমান।
আটককৃতরা হলেন আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের মৃদুল হোসেনের ছেলে রাশেদুজ্জামান ওরফে শান্ত (৩৫) ও সদরের পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামের নুর ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৩০)।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এনএসআই, সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থার বড় কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরির নামে প্রতারণা করে আসছিলেন রাশেদুজ্জামান ওরফে শান্ত। সম্প্রতি এনএসআইতে জুনিয়র ফিল্ড অফিসার পদে নিয়োগ দেওয়া হলে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিকে পুঁজি করে প্রতারণার জাল ছড়ান শান্ত। প্রতিজনকে চাকরি দেওয়ার আশ্বাসে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। এমন প্রতারণার ব্যাপারে একটি লিখিত এজাহার দায়ের করেন আলমডাঙ্গার কাবিলনগরের জলিল বিশ্বাসের ছেলে আব্দুল লতিফ। তাঁর অভিযোগের সূত্র ধরে অভিযানে নামেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে তাঁকে খুঁজতে অভিযান চালানো হয় শহরের মুক্তিপাড়া এলাকায়। ওই এলাকায় শান্তর কেনা একটি চারতলা বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁর দেওয়া স্বীকারোক্তিতে ঘরের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় ১৮ লাখ ১৫ হাজার নগদ টাকা। পরে আটক করা হয় তাঁর সহযোগী কাঠমিস্ত্রি বিল্লালকে।
চাকরির প্রলোভন দেখিয়ে অপরাধ সম্পর্কিত জানতে - এখানে ক্লিক করুন
ডিবি কর্মকর্তা মাহাব্বুর রহমান বলেন, আটকের পর তাঁর বিরুদ্ধে আরও তথ্য আসছে। প্রাথমিক তথ্যে বলা যেতে পারে, সরকারি চাকরি দেওয়ার নাম করে রাশেদুজ্জামান শান্ত প্রায় অর্ধকোটি টাকার মালিক হয়েছেন। শান্ত আগে বিজিবির বাবুর্চি হিসেবে কাজ করতেন বলে জানান ডিবির এই কর্মকর্তা।
প্রতারণা সম্পর্কিত পড়ুন:

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাটে উল্টে যাওয়া বালুবাহী ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
৯ মিনিট আগে
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ১৭ কোটি টাকার সম্পদ রয়েছে এবং ব্যক্তিগত দেনা রয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা। তাঁর বার্ষিক আয় ৪৭ লাখ ৫৯ হাজার ৭১২ টাকা।
১ ঘণ্টা আগে
বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৮ ঘণ্টা আগে