Ajker Patrika

চুয়াডাঙ্গায় এক দিনে তাপমাত্রা কমল ৫ ডিগ্রি

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
চুয়াডাঙ্গায় এক দিনে তাপমাত্রা কমল ৫ ডিগ্রি। ছবি: আজকের পত্রিকা
চুয়াডাঙ্গায় এক দিনে তাপমাত্রা কমল ৫ ডিগ্রি। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গা আবারও শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। এক দিনের ব্যবধানে এই জেলায় প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে এই জেলার মানুষ। বেশি কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। তীব্র শীত উপেক্ষা করে তাঁদের কাজে বেরোতে হচ্ছে। বিশেষ করে উত্তরের হিম বাতাস ও তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে সাধারণ মানুষ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, চলতি মাসের ২ জানুয়ারি চুয়াডাঙ্গায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। ওই দিন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। গতকাল বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের আলী হোসেন বলেন, ‘চুয়াডাঙ্গার কিছুই বুঝিনে। শীত আর গরম দুইটাই বেশি। কালকেও শীত কম ছিল। আজ আবার বেশি।’

চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মিল্টন মোল্লা বলেন, ‘আমাদের জেলা আবহাওয়ার দিক থেকে বৈচিত্র্যময়। হঠাৎ হঠাৎ রূপ বদলায়। আজ দেখেন শীত বেশি। গতকাল কিন্তু শীত সহনীয় ছিল।’

ভ্যানচালক মসলে আলী বলেন, ‘কিছু করার নেই। সহ্য করতি হবি। কাজ তো করতিই হবি।’

স্থানীয় আবহাওয়া অফিস বলছে, আকাশ কুয়াশাচ্ছন্ন না থাকলে আগামীকাল থেকে তাপমাত্রা আরও কমবে।

জানতে চাইলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। সকাল ৯টায় তাপমাত্রা আরেকটু কমে দাঁড়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান আরও বলেন, এখন থেকে কয়েক দিন ধারাবাহিকভাবে তাপমাত্রা কমতে থাকবে। আকাশ কুয়াশাচ্ছন্ন না থাকলে আগামীকাল শুক্রবার তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে নামতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত