বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের করকরি নদীসংলগ্ন মাল্লাখালী এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোন, বাগেরহাটের মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার ব্যক্তিদের সুন্দরবনকেন্দ্রিক দুর্ধর্ষ ডাকাত করিম শরিফ বাহিনী অপহরণ করেছিল।
এ বিষয়ে দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বলেন, ‘সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর আস্তানায় অপহৃত ছয়জন নারীসহ ৩৩ জেলেকে পাওয়া গেছে। ওই এলাকা থেকে ১৬টি নৌকা জব্দ করা হয়। গতকাল বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে বনের মধ্যে পালিয়ে যায়।’
উদ্ধার জেলেদের বরাত দিয়ে সিয়ামুল হক বলেন, ‘জেলেরা বুধবার সকালে মাছ ও কাঁকড়া ধরার জন্য খুলনার কয়রা থেকে সুন্দরবনের উদ্দেশে রওনা করেন। পরে ডাকাত করিম শরীফ বাহিনী তাঁদের জিম্মি করে প্রতিজনের কাছ থেকে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়।’
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা সিয়ামুল হক বলেন, ‘উদ্ধার জেলেদের কয়রা স্টেশনে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। তাঁরা সবাই সুস্থ আছেন। এসব জেলেকে নৌকাসহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।’

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের করকরি নদীসংলগ্ন মাল্লাখালী এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোন, বাগেরহাটের মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার ব্যক্তিদের সুন্দরবনকেন্দ্রিক দুর্ধর্ষ ডাকাত করিম শরিফ বাহিনী অপহরণ করেছিল।
এ বিষয়ে দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বলেন, ‘সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর আস্তানায় অপহৃত ছয়জন নারীসহ ৩৩ জেলেকে পাওয়া গেছে। ওই এলাকা থেকে ১৬টি নৌকা জব্দ করা হয়। গতকাল বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে বনের মধ্যে পালিয়ে যায়।’
উদ্ধার জেলেদের বরাত দিয়ে সিয়ামুল হক বলেন, ‘জেলেরা বুধবার সকালে মাছ ও কাঁকড়া ধরার জন্য খুলনার কয়রা থেকে সুন্দরবনের উদ্দেশে রওনা করেন। পরে ডাকাত করিম শরীফ বাহিনী তাঁদের জিম্মি করে প্রতিজনের কাছ থেকে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়।’
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা সিয়ামুল হক বলেন, ‘উদ্ধার জেলেদের কয়রা স্টেশনে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। তাঁরা সবাই সুস্থ আছেন। এসব জেলেকে নৌকাসহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৪৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে