Ajker Patrika

মিছিলের ছবি দেখে খুলনায় আ.লীগের ৪০ নেতা–কর্মী গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
খুলনার জিরো পয়েন্ট এলাকায় আজ রোববার সকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করেন। ছবি: সংগৃহীত
খুলনার জিরো পয়েন্ট এলাকায় আজ রোববার সকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করেন। ছবি: সংগৃহীত

ঝটিকা মিছিলের ছবি দেখে খুলনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহম্মদ শাহনেওয়াজ।

আজ সোমবার মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে গতকাল রোববার মহানগরীর জিরো পয়েন্ট মোড়ে, দুপুরে বয়রা মহিলা কলেজ সড়কে ও বিকেলে বাইপাস সড়কসংলগ্ন শহীদের মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা ঝটিকা মিছিল বের করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতে জড়িত থাকার অভিযোগে নগরীর হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে আজ সকাল পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৯ জন নেতা–কর্মীকে আটক করা হয়।

মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি ও নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারেন, সে জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত