Ajker Patrika

দাম না পেয়ে খালে ফেলা হলো পাকা টমেটো

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 
ঝিনাইদহের কোটচাঁদপুরে আড়তে বিক্রি না হওয়া টমেটো ফেলে দেওয়া হচ্ছে খালে। ছবি: আজকের পত্রিকা
ঝিনাইদহের কোটচাঁদপুরে আড়তে বিক্রি না হওয়া টমেটো ফেলে দেওয়া হচ্ছে খালে। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কোটচাঁদপুরে টমেটো চাষ করে বেকায়দায় পড়েছেন স্থানীয় চাষিরা। উৎপাদন ভালো হলেও এ সবজির দাম পাচ্ছেন না তাঁরা। আজ শনিবার সকালে স্থানীয় পৌর ভূমি অফিসের সামনের খালে অবিক্রীত পাকা টমেটো ফেলে দিতে দেখা যায়।

স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, এবার কোটচাঁদপুরে অনেকে টমেটো চাষ করেছিলেন। উৎপাদনও ভালো হয়েছিল। কিন্তু বাজারে দাম পাওয়া যাচ্ছে না।

রাঙ্গিয়ারপোতা গ্রামের চাষি একরামুল হক জানান, প্রতিবছর এ সময় টমেটোর দাম ভালো থাকে। সে আশায় তিনি পাঁচ শতক জমিতে সবজিটির চাষ করেছিলেন। এতে ১০-১২ হাজার টাকা ব্যয় হয়েছিল। তাঁদের গ্রামে তিনি ছাড়া আরও তিনজন টমেটো চাষ করেছেন। সবাই এখন দাম না পেয়ে জমি থেকে টমেটো বাজারে নেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছেন।

একরামুল বলেন, ‘তিন দিন আগে টমেটো তুলে বিক্রির জন্য আড়তে দিয়েছিলাম। আজ ভ্যানচালক জানাল সে টমেটো বিক্রি হয়নি। সে কারণে টমেটো খালে ফেলে ক্যারেট বাড়িতে আনতে বললাম। আজ পর্যন্ত ১ হাজার টাকার টমেটো বিক্রি করতে পেরেছি। এখন টমেটো তুলে বাজারে দিলে ভ্যান ভাড়াই উঠছে না। এ কারণে আজকের পর থেকে আর তুলব না।’

খালে টমেটো ফেলে দেওয়া ভ্যানচালক মিরাজুল ইসলাম বলেন, ‘আমি সবজি ভাড়া বহনের কাজ করি। কয়েক দিন আগে আড়তে টমেটো রেখে এসেছিলাম বিক্রির জন্য। আজ সেখানে গেলে তা ফেরত দেয়। আড়তদার বলেছেন টমেটোর কেউ কোনো দামই করেনি। কারণ বাজারে আমদানি অনেক বেশি।’

স্থানীয় সবজি ব্যবসায়ী আকিদুল ইসলাম জানান, টমেটোর সরবরাহ বেশি। সে তুলনায় চাহিদা না থাকায় দাম নেই। আর ওই টমেটোর জাতটা একটু আলাদা। দেখতে ভালো হলেও চাহিদা কম।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, এ উপজেলায় দুই-তিন হেক্টর জমিতে টমেটোর চাষ হতে পারে। এর মধ্যে বাহুবলী ও স্মার্ট ১২১৭ জাতের টমেটো ভালো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত