ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মসজিদপাড়া থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে দুপুরের দিকে আট থেকে দশজন যুবক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
নিহতের নাম আকরাম শাহ। তিনি উপজেলার মসজিদপাড়া গ্রামের লালন শাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের খন্দকার পাড়ার মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে চুরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার আট থেকে দশজন যুবক দুপুরের দিকে আকরামকে (২১) বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
এরপর তারা তাকে হেদায়েত আলীর আম বাগানের একটি গাছের সঙ্গে বেঁধে তারা দুই ঘণ্টা ধরে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত আহত করে। নাক ও কান দিয়ে রক্ত বের হতে থাকলে বেলা ৪টার দিকে আকরাম শাহকে তার আত্মীয়র হাতে তুলে দেয়। বাড়িতে নিয়ে আসার পর রাত ১১টার দিকে আকরামের মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দিলে রাত ১টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় অভিযুক্তরা পলিয়ে যায়।
নিহত যুবকের চাচা বিশারত আলি শাহ্ বলেন, ‘মৃত মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে গত সোমবার একটি চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে তানজিল, লিখন, হাসিবুল, রাজন, রুকন ও সজলের নেতৃত্বে ৮-১০ জন যুবক আকরামকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ পোস্টমর্টেমের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।’

চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মসজিদপাড়া থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে দুপুরের দিকে আট থেকে দশজন যুবক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
নিহতের নাম আকরাম শাহ। তিনি উপজেলার মসজিদপাড়া গ্রামের লালন শাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের খন্দকার পাড়ার মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে চুরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার আট থেকে দশজন যুবক দুপুরের দিকে আকরামকে (২১) বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
এরপর তারা তাকে হেদায়েত আলীর আম বাগানের একটি গাছের সঙ্গে বেঁধে তারা দুই ঘণ্টা ধরে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত আহত করে। নাক ও কান দিয়ে রক্ত বের হতে থাকলে বেলা ৪টার দিকে আকরাম শাহকে তার আত্মীয়র হাতে তুলে দেয়। বাড়িতে নিয়ে আসার পর রাত ১১টার দিকে আকরামের মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দিলে রাত ১টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় অভিযুক্তরা পলিয়ে যায়।
নিহত যুবকের চাচা বিশারত আলি শাহ্ বলেন, ‘মৃত মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে গত সোমবার একটি চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে তানজিল, লিখন, হাসিবুল, রাজন, রুকন ও সজলের নেতৃত্বে ৮-১০ জন যুবক আকরামকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ পোস্টমর্টেমের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।’

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
২০ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
২১ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
২৬ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে