মাগুরা প্রতিনিধি

মাগুরা-১ আসন থেকে নৌকার মনোনয়ন পাওয়ায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নিজ বাড়ি কেশব মোড় এলাকায় আনন্দ-উল্লাস করেছেন তাঁর বন্ধু ও ভক্তরা। এলাকায় বাড়ির সামনে বিজিবি ও পুলিশের নিরাপত্তার মধ্যেই চলছে এই উল্লাস।
মনোনয়ন ঘোষণার আগে আজ রোববার বেলা ৩টার পর সাকিবের বাড়িতে বিজিবি মোতায়ের করতে দেখা যায়। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সাকিবের বাড়িসংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
সাকিব আল হাসানের মনোনয়ন নিশ্চিত হলে ‘সাকিব সাকিব’ বলে তাঁর বাড়ির গেটে স্লোগান তোলেন বন্ধুরা। তবে এ সময় জেলা আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর সেখানে দেখা মেলেনি।
সাকিবের বাবা মাশরুল রেজা কুটিল আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিব ক্রিকেট খেলে দেশের নাম উজ্জ্বল করেছে। এখন মানুষের সেবা করবে নৌকার একজন জনপ্রতিনিধি হয়ে। সে এখন ঢাকায়। মাগুরা এলে আমরা পরবর্তী বিষয় জানাতে পারব।’
রাশেদুজ্জামান রনি নামের এক ব্যক্তি বলেন, ‘বন্ধু সাকিব মনোনয়ন পেয়েছে, আমরা খুশি। শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁকে আমরা ধন্যবাদ জানাই।’
রিকশাচালক সালমান মিয়া বলেন, ‘আমি খুব খুশি। সে খুব ভালো করবে মাগুরায়।’
মাগুরা-১ আসনে বর্তমান সংসদ সদস্য আছেন সাইফুজ্জামান শিখর। দুই আসনে চারবার নির্বাচিত বীরেন শিকদার এবারও মনোনয়ন পেয়েছেন।
সাকিবের মনোনয়নে তাৎক্ষণিকভাবে জেলা আওয়ামী লীগের কাউকে তাঁর বাড়িতে দেখা যায়নি। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু আজকের পত্রিকাকে জানান, সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।

মাগুরা-১ আসন থেকে নৌকার মনোনয়ন পাওয়ায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নিজ বাড়ি কেশব মোড় এলাকায় আনন্দ-উল্লাস করেছেন তাঁর বন্ধু ও ভক্তরা। এলাকায় বাড়ির সামনে বিজিবি ও পুলিশের নিরাপত্তার মধ্যেই চলছে এই উল্লাস।
মনোনয়ন ঘোষণার আগে আজ রোববার বেলা ৩টার পর সাকিবের বাড়িতে বিজিবি মোতায়ের করতে দেখা যায়। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সাকিবের বাড়িসংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
সাকিব আল হাসানের মনোনয়ন নিশ্চিত হলে ‘সাকিব সাকিব’ বলে তাঁর বাড়ির গেটে স্লোগান তোলেন বন্ধুরা। তবে এ সময় জেলা আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর সেখানে দেখা মেলেনি।
সাকিবের বাবা মাশরুল রেজা কুটিল আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিব ক্রিকেট খেলে দেশের নাম উজ্জ্বল করেছে। এখন মানুষের সেবা করবে নৌকার একজন জনপ্রতিনিধি হয়ে। সে এখন ঢাকায়। মাগুরা এলে আমরা পরবর্তী বিষয় জানাতে পারব।’
রাশেদুজ্জামান রনি নামের এক ব্যক্তি বলেন, ‘বন্ধু সাকিব মনোনয়ন পেয়েছে, আমরা খুশি। শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁকে আমরা ধন্যবাদ জানাই।’
রিকশাচালক সালমান মিয়া বলেন, ‘আমি খুব খুশি। সে খুব ভালো করবে মাগুরায়।’
মাগুরা-১ আসনে বর্তমান সংসদ সদস্য আছেন সাইফুজ্জামান শিখর। দুই আসনে চারবার নির্বাচিত বীরেন শিকদার এবারও মনোনয়ন পেয়েছেন।
সাকিবের মনোনয়নে তাৎক্ষণিকভাবে জেলা আওয়ামী লীগের কাউকে তাঁর বাড়িতে দেখা যায়নি। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু আজকের পত্রিকাকে জানান, সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৭ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে