শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় সাবেক বিডিআর সদস্য রাশিদুল মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলি-হোগলডাঙ্গা গ্রামের কওসার মোল্লার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাজলি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান মোল্লা ও হোগলডাঙ্গা গ্রামের আব্দুল হাই পবন মল্লিকের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হান্নান ও পবন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোল্লা মতিয়ার রহমানের বাড়ির সামনে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পবন গ্রুপের রাশিদুল, এনামুল, আতর, হাপান, উকিল মোল্লাসহ বেশ কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় রাশিদুলকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পবন গ্রুপের লোকজন প্রতিপক্ষ হান্নান গ্রুপের লোকজনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। সংবাদ পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ব্যক্তির স্ত্রী মোছা. আসমা বেগম বলেন, ‘আমার স্বামী (রাশিদুল মোল্লা) কাজলি বাজার থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হান্নান মোল্লার লোকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আমি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তির পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ এজাহার দাখিল করেননি। এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে।’

মাগুরার শ্রীপুর উপজেলায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় সাবেক বিডিআর সদস্য রাশিদুল মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলি-হোগলডাঙ্গা গ্রামের কওসার মোল্লার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাজলি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান মোল্লা ও হোগলডাঙ্গা গ্রামের আব্দুল হাই পবন মল্লিকের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হান্নান ও পবন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোল্লা মতিয়ার রহমানের বাড়ির সামনে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পবন গ্রুপের রাশিদুল, এনামুল, আতর, হাপান, উকিল মোল্লাসহ বেশ কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় রাশিদুলকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পবন গ্রুপের লোকজন প্রতিপক্ষ হান্নান গ্রুপের লোকজনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। সংবাদ পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ব্যক্তির স্ত্রী মোছা. আসমা বেগম বলেন, ‘আমার স্বামী (রাশিদুল মোল্লা) কাজলি বাজার থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হান্নান মোল্লার লোকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আমি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তির পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ এজাহার দাখিল করেননি। এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে।’

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৩ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১৭ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
৪০ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
৪৩ মিনিট আগে