শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় সাবেক বিডিআর সদস্য রাশিদুল মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলি-হোগলডাঙ্গা গ্রামের কওসার মোল্লার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাজলি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান মোল্লা ও হোগলডাঙ্গা গ্রামের আব্দুল হাই পবন মল্লিকের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হান্নান ও পবন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোল্লা মতিয়ার রহমানের বাড়ির সামনে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পবন গ্রুপের রাশিদুল, এনামুল, আতর, হাপান, উকিল মোল্লাসহ বেশ কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় রাশিদুলকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পবন গ্রুপের লোকজন প্রতিপক্ষ হান্নান গ্রুপের লোকজনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। সংবাদ পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ব্যক্তির স্ত্রী মোছা. আসমা বেগম বলেন, ‘আমার স্বামী (রাশিদুল মোল্লা) কাজলি বাজার থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হান্নান মোল্লার লোকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আমি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তির পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ এজাহার দাখিল করেননি। এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে।’

মাগুরার শ্রীপুর উপজেলায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় সাবেক বিডিআর সদস্য রাশিদুল মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলি-হোগলডাঙ্গা গ্রামের কওসার মোল্লার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাজলি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান মোল্লা ও হোগলডাঙ্গা গ্রামের আব্দুল হাই পবন মল্লিকের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হান্নান ও পবন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোল্লা মতিয়ার রহমানের বাড়ির সামনে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পবন গ্রুপের রাশিদুল, এনামুল, আতর, হাপান, উকিল মোল্লাসহ বেশ কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় রাশিদুলকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পবন গ্রুপের লোকজন প্রতিপক্ষ হান্নান গ্রুপের লোকজনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। সংবাদ পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ব্যক্তির স্ত্রী মোছা. আসমা বেগম বলেন, ‘আমার স্বামী (রাশিদুল মোল্লা) কাজলি বাজার থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হান্নান মোল্লার লোকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আমি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তির পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ এজাহার দাখিল করেননি। এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে।’

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১৮ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২০ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে