Ajker Patrika

ভ্যান থেকে রাস্তায় পড়ে চালকের মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ভ্যান থেকে রাস্তায় পড়ে চালকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে ভ্যান থেকে রাস্তার ওপর পড়ে চালক সঞ্জয় দাশের (৩৭) মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সঞ্জয় দাশ উজলপুর গ্রামের কেনা দাশের ছেলে।

পুলিশ জানায়, ভ্যান থেকে রাস্তার ওপর পড়েন চালক সঞ্জয় দাশ। এ সময় পথচারীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত সঞ্জয়ের স্ত্রী সীমা রাণী দাশ ও স্বজনেরা জানান, সঞ্জয় দাশ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রচণ্ড রোদ ও গরমে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা তাঁদের।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হারুনার রশিদ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মকর্তা মোহতেশাম আরা জানান, ওই ভ্যান চালককে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন তাঁর স্বজনেরা। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত