খুবি প্রতিনিধি

শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হলেও এ ক্ষেত্রে ব্যতিক্রম খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। সেখানে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের পদত্যাগ ঠেকাতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে খুবি উপাচার্য আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন।
উপাচার্য ছাড়াও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ট্রেজারার, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট এবং বিভিন্ন দপ্তরের পরিচালকেরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এ সময় শিক্ষার্থীদের সামনেই তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান।
রাষ্ট্রপতি বরাবর উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে ২০২১ সালের ২৫ মে তিনি যোগদান করেন। ব্যক্তিগত কারণে আজ ২০-০৮-২০২৪ তারিখে ভাইস-চ্যান্সেলর পদে ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্র গ্রহণ করার জন্য অনুরোধ জানান তিনি।
রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, ‘আমি আমার পূর্বতন কর্মস্থল অত্র বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে (প্রফেসর গ্রেড-১) প্রত্যাবর্তন করছি।’
পদত্যাগপত্র পাঠানোর পর উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সবকিছু মিলিয়ে আমার পক্ষে আর থাকা সম্ভব না। আমাকে শান্তিতে থাকতে দাও। আমি চাই না তোমরা আর কোনো ধরনের কিছু করো। আমার সম্মানহানি হচ্ছে অনেকভাবে। আমি সম্মানহানি আর নিতে পারছি না ৷ তোমরা সবাই ভালো থাকো।’
এদিকে উপাচার্যের পদত্যাগের সঙ্গে সঙ্গে একযোগে খুবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরীসহ সব আবাসিক হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা পদত্যাগ করেন।
উপাচার্যের পদত্যাগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুবির অন্যতম সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, ‘আমরা চেয়েছিলাম শুধু ভিসি স্যার থাকুক এবং দুর্নীতিবাজ, বিতর্কিত শিক্ষকদের পদত্যাগ। কিন্তু ভিসি স্যার চেয়েছেন তার পুরো টিম নিয়ে থাকতে। মনমতো টিম নিয়ে থাকা আরেকটি স্বৈরাচারী মতবাদের প্রকাশ।’
উল্লেখ্য, এর আগে গত ১১ আগস্ট (রোববার) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক (ডিএসএ) অধ্যাপক মো. শরীফ হাসান লিমন ও ডিএসএ বডির সদস্যরা একযোগে পদত্যাগ করেন। এ ছাড়া ১৮ আগস্ট পদত্যাগপত্র জমা দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস, পাঁচ হলের প্রভোস্ট, ১০ সহকারী প্রাধ্যক্ষ ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক।
এদিকে গত রোববার উপাচার্য পদত্যাগ করতে গেলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং পদত্যাগ না করার জন্য তাঁকে অনুরোধ জানান।

শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হলেও এ ক্ষেত্রে ব্যতিক্রম খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। সেখানে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের পদত্যাগ ঠেকাতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে খুবি উপাচার্য আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন।
উপাচার্য ছাড়াও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ট্রেজারার, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট এবং বিভিন্ন দপ্তরের পরিচালকেরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এ সময় শিক্ষার্থীদের সামনেই তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান।
রাষ্ট্রপতি বরাবর উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে ২০২১ সালের ২৫ মে তিনি যোগদান করেন। ব্যক্তিগত কারণে আজ ২০-০৮-২০২৪ তারিখে ভাইস-চ্যান্সেলর পদে ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্র গ্রহণ করার জন্য অনুরোধ জানান তিনি।
রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, ‘আমি আমার পূর্বতন কর্মস্থল অত্র বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে (প্রফেসর গ্রেড-১) প্রত্যাবর্তন করছি।’
পদত্যাগপত্র পাঠানোর পর উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সবকিছু মিলিয়ে আমার পক্ষে আর থাকা সম্ভব না। আমাকে শান্তিতে থাকতে দাও। আমি চাই না তোমরা আর কোনো ধরনের কিছু করো। আমার সম্মানহানি হচ্ছে অনেকভাবে। আমি সম্মানহানি আর নিতে পারছি না ৷ তোমরা সবাই ভালো থাকো।’
এদিকে উপাচার্যের পদত্যাগের সঙ্গে সঙ্গে একযোগে খুবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরীসহ সব আবাসিক হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা পদত্যাগ করেন।
উপাচার্যের পদত্যাগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুবির অন্যতম সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, ‘আমরা চেয়েছিলাম শুধু ভিসি স্যার থাকুক এবং দুর্নীতিবাজ, বিতর্কিত শিক্ষকদের পদত্যাগ। কিন্তু ভিসি স্যার চেয়েছেন তার পুরো টিম নিয়ে থাকতে। মনমতো টিম নিয়ে থাকা আরেকটি স্বৈরাচারী মতবাদের প্রকাশ।’
উল্লেখ্য, এর আগে গত ১১ আগস্ট (রোববার) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক (ডিএসএ) অধ্যাপক মো. শরীফ হাসান লিমন ও ডিএসএ বডির সদস্যরা একযোগে পদত্যাগ করেন। এ ছাড়া ১৮ আগস্ট পদত্যাগপত্র জমা দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস, পাঁচ হলের প্রভোস্ট, ১০ সহকারী প্রাধ্যক্ষ ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক।
এদিকে গত রোববার উপাচার্য পদত্যাগ করতে গেলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং পদত্যাগ না করার জন্য তাঁকে অনুরোধ জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৫ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে