Ajker Patrika

মহেশপুরে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
মহেশপুরে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে শাহজাহান মণ্ডল ওরফে শাজাহান ফকির (৬০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বেলে মাঠপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

শাহজাহানের স্ত্রী নিমি বেগম বলেন, ‘আমার স্বামী তরিকাপন্থী লোক হওয়ায় মাঝেমধ্যে বিভিন্ন স্থান থেকে লোকজন তাঁর কাছে আসত। গতকাল রাতে দুজন লোক এসেছিল। রাত গভীর হলে তারা আমাকে অন্য ঘরে আটকে রেখে আমার স্বামীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে ঘরের জানালা ভেঙে বের হয়ে প্রতিবেশীকে বিষয়টা জানাই।’

স্থানীয়রা জানায়, শাহজাহান মণ্ডল ছিলেন ফকির আল চিশতিয়া নিজামীর অনুসারী। দুজন লোকের সঙ্গে টাকা নিয়ে তাঁর বিরোধ থাকতে পারে। এর জেরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে শোয়ার ঘর থেকে শাজাহান ফকিরের গলাকাটা লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ উদ্‌ঘাটনসহ জড়িতদের আটক করার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত