চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় জহির উদ্দিন (২০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার নারায়ণকাঠি গ্রামের হাসানুজ্জামানের ছেলে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শাহাজাদপুর বিওপি সদস্যরা তাঁকে আটকের পর তাকে পুশব্যাকের জন্য কয়েক দফায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা করা হয়। চেষ্টা সফল না হওয়ায় গভীর রাতে তাঁকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়।
মামলায় বিজিবি বলেছে, গতকাল বেলা ১১টার দিকে ইজিবাইকে শাহাজাদপুর বিওপির সামনের পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান তাঁর কাছে কোনো ভারতীয় পাসপোর্ট নেই, অবৈধভাবে বিনা পাসপোর্টে তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। তার কাছে ‘ভারতীয় বিশিষ্ট পরিচয় প্রাধিকরণ’ কার্ডের ফটোকপি পাওয়া যায়। পরে বিজিবি তাঁকে আটক করে।
তবে বিজিবির একটি সূত্র জানিয়েছে, জহির উদ্দিন বিনা পাসপোর্টে অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে সেখান থেকে দেশে ফিরতে না পেরে একটি ইজিবাইকে চেপে চৌগাছা হয়ে বেনাপোল বন্দরের দিকে যাচ্ছিলেন ভারতে প্রবেশের জন্য। এ সময় শাহাজাদপুর বিওপির সামনের রাস্তা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁকে ভারতে পুশব্যাকের জন্য বিএসএফের সঙ্গে একাধিকবার পতাকা বৈঠকের চেষ্টা করে বিজিবি। এতে সফল না হয়ে অবশেষ দ্যা কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টে মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, শাহাজাদপুর বিওপির হাবিলদার কবির হোসেনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।

যশোরের চৌগাছায় জহির উদ্দিন (২০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার নারায়ণকাঠি গ্রামের হাসানুজ্জামানের ছেলে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শাহাজাদপুর বিওপি সদস্যরা তাঁকে আটকের পর তাকে পুশব্যাকের জন্য কয়েক দফায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা করা হয়। চেষ্টা সফল না হওয়ায় গভীর রাতে তাঁকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়।
মামলায় বিজিবি বলেছে, গতকাল বেলা ১১টার দিকে ইজিবাইকে শাহাজাদপুর বিওপির সামনের পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান তাঁর কাছে কোনো ভারতীয় পাসপোর্ট নেই, অবৈধভাবে বিনা পাসপোর্টে তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। তার কাছে ‘ভারতীয় বিশিষ্ট পরিচয় প্রাধিকরণ’ কার্ডের ফটোকপি পাওয়া যায়। পরে বিজিবি তাঁকে আটক করে।
তবে বিজিবির একটি সূত্র জানিয়েছে, জহির উদ্দিন বিনা পাসপোর্টে অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে সেখান থেকে দেশে ফিরতে না পেরে একটি ইজিবাইকে চেপে চৌগাছা হয়ে বেনাপোল বন্দরের দিকে যাচ্ছিলেন ভারতে প্রবেশের জন্য। এ সময় শাহাজাদপুর বিওপির সামনের রাস্তা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁকে ভারতে পুশব্যাকের জন্য বিএসএফের সঙ্গে একাধিকবার পতাকা বৈঠকের চেষ্টা করে বিজিবি। এতে সফল না হয়ে অবশেষ দ্যা কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টে মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, শাহাজাদপুর বিওপির হাবিলদার কবির হোসেনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
১৪ মিনিট আগে
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
২ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে