প্রতিনিধি

কলারোয়া (সাতক্ষীরা): দুই সন্তান রেখে প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা এক নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠালেন বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রেমের দাবিতে বাংলাদেশে আসা ওই নারীকে নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় সীমান্তের সাব পিলার ১৩ এর কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির পক্ষে কাঁকডাঙ্গা বিওপির কমান্ডার আ ফ ম ওসমানীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এবং ভারতের তারালী বিএসএফ ক্যাম্পের পক্ষে কমান্ডার রিশি মিশারা ও সাব ইন্সপেক্টর দলিল সিংসহ ছয় সদস্যের প্রতিনিধিদল সেখানে উপস্থিত ছিল।
কাঁকডাঙ্গা বিওপির লেফটেন্যান্ট ক্যাপ্টেন মাহমুদ বলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার হাকিমপুরের তারালী গ্রামের মৃত জালাল সরদারের মেয়ে খাদিজা খাতুন (২৪) ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের যশোর জেলার শার্শা থানার চালতিবাড়ীয়ার দিঘার সোনাতনকাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে মাহাবুবুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ভারত থেকে গত ২ মে বাংলাদেশি যুবক ওই নারীকে নিয়ে আসে। এ ঘটনায় তারালী পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি করেন ওই নারীর স্বামী। পরে বাংলাদেশে জাস্টিস কেয়ার নামে একটি সংস্থা ওই নারীর সন্ধান শুরু করে। বিভিন্ন স্থানে গোপন সংবাদে খোঁজখবর করে জানা যায়, সে মাহাবুবুর রহমানের বাড়িতে আছে। পরে সেখান থেকে ওই নারীকে বিজিবি উদ্ধার করতে সক্ষম হয় ৷ বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে অবৈধ উপায়ে দেশে নিয়ে আসা যুবক পলাতক রয়েছেন ৷ অভিযুক্ত প্ররোচনাকারী যুবকের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ৷
স্থানীয় ঘটনা সূত্রে জানা যায়, ওই নারী তার ভুল বুঝতে পেরে যশোর বাঁগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুলের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে সে কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করলে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালী গ্রামের ইউপি সদস্য ইয়ার আলী বিষয়টি জানতে পেরে বিজিবির জেলা পর্যায়ের কর্মকর্তা, কলারোয়া থানা-পুলিশ, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে অবহিত করেন। পরে দুই দেশের বিজিবি ও বিএসএফ আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে ওই নারীকে তাঁর নিজ দেশ ভারতে ফেরত পাঠানো হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, ইউপি সদস্য ইয়ার আলী, বাংলাদেশে জাস্টিস কেয়ারের প্রতিনিধি এ বি এম মহিদ হোসেন, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির প্রতিনিধি সাকিব প্রমুখ ৷

কলারোয়া (সাতক্ষীরা): দুই সন্তান রেখে প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা এক নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠালেন বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রেমের দাবিতে বাংলাদেশে আসা ওই নারীকে নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় সীমান্তের সাব পিলার ১৩ এর কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির পক্ষে কাঁকডাঙ্গা বিওপির কমান্ডার আ ফ ম ওসমানীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এবং ভারতের তারালী বিএসএফ ক্যাম্পের পক্ষে কমান্ডার রিশি মিশারা ও সাব ইন্সপেক্টর দলিল সিংসহ ছয় সদস্যের প্রতিনিধিদল সেখানে উপস্থিত ছিল।
কাঁকডাঙ্গা বিওপির লেফটেন্যান্ট ক্যাপ্টেন মাহমুদ বলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার হাকিমপুরের তারালী গ্রামের মৃত জালাল সরদারের মেয়ে খাদিজা খাতুন (২৪) ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের যশোর জেলার শার্শা থানার চালতিবাড়ীয়ার দিঘার সোনাতনকাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে মাহাবুবুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ভারত থেকে গত ২ মে বাংলাদেশি যুবক ওই নারীকে নিয়ে আসে। এ ঘটনায় তারালী পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি করেন ওই নারীর স্বামী। পরে বাংলাদেশে জাস্টিস কেয়ার নামে একটি সংস্থা ওই নারীর সন্ধান শুরু করে। বিভিন্ন স্থানে গোপন সংবাদে খোঁজখবর করে জানা যায়, সে মাহাবুবুর রহমানের বাড়িতে আছে। পরে সেখান থেকে ওই নারীকে বিজিবি উদ্ধার করতে সক্ষম হয় ৷ বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে অবৈধ উপায়ে দেশে নিয়ে আসা যুবক পলাতক রয়েছেন ৷ অভিযুক্ত প্ররোচনাকারী যুবকের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ৷
স্থানীয় ঘটনা সূত্রে জানা যায়, ওই নারী তার ভুল বুঝতে পেরে যশোর বাঁগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুলের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে সে কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করলে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালী গ্রামের ইউপি সদস্য ইয়ার আলী বিষয়টি জানতে পেরে বিজিবির জেলা পর্যায়ের কর্মকর্তা, কলারোয়া থানা-পুলিশ, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে অবহিত করেন। পরে দুই দেশের বিজিবি ও বিএসএফ আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে ওই নারীকে তাঁর নিজ দেশ ভারতে ফেরত পাঠানো হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, ইউপি সদস্য ইয়ার আলী, বাংলাদেশে জাস্টিস কেয়ারের প্রতিনিধি এ বি এম মহিদ হোসেন, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির প্রতিনিধি সাকিব প্রমুখ ৷

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে