
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটারযুক্ত একটি বিশাল আকৃতির কচ্ছপ ধরা পড়েছে। স্থানীয় জেলেদের জালে এটি ধরা পড়ে। গতকাল রোববার সকালে কচ্ছপটি আটকের পর বনকর্মীরা উদ্ধার করে। পরে তা সুন্দরবনে অবমুক্ত করার জন্য নিয়ে যান।
বন বিভাগ সূত্রে জানা যায়, রোববার সকালের দিকে স্থানীয় জেলেদের মাধ্যমে তারা খোলপেটুয়া নদী থেকে পিঠে ট্রান্সমিটারযুক্ত ওই কচ্ছপটি আটকের বিষয়ে জানতে পারেন। এরপর বেলা ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের কোবাদক স্টেশন অফিসার ফারুক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সেখানে পৌঁছে কচ্ছপটিকে নিজেদের জিম্মায় নেন।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের হারুন নামের এক জেলের জালে কচ্ছপটি ধরা পড়ে। প্রায় ৩০ কেজি ওজনের কচ্ছপটির পরবর্তীতে উদ্ধার করে নিয়ে সুন্দরবনের মধ্যে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে আবুল হোসেন জানান, বড় আকৃতির কচ্ছপটি তাদের সহযোগী জেলের জালে উঠতেই তারা বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে সুন্দরবনের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য বনকর্মীরা সে কচ্ছপ নিয়ে যান। কচ্ছপের পিঠে ট্রান্সমিটার থাকায় কিছুটা ভীত হন তাঁরা। পরে সহযোগীদের মাধ্যমে বন বিভাগকে বিষয়টি জানানো হয়।
নাপিতকালী গ্রামের ওই তরুণ জেলে বলেন, সকালে জাল তুলতেই বিশাল ওজনের কচ্ছপ আটকে থাকতে দেখে তিনি বিস্মিত হন। পরবর্তীতে পিঠে ট্রান্সমিটার থাকার বিষয়টি নিশ্চিত হলে কিছুটা ভড়কে যান। বিশেষ কাজে ব্যবহৃত কচ্ছপটিকে বন বিভাগের হাতে তুলে দিতে পারায় খুশি বলে জানান তিনি।
পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, পিঠে ট্রান্সমিটারযুক্ত কচ্ছপের সহায়তায় বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ করা হতো কিছুদিন আগেও। তবে আটকের পর অবমুক্ত কচ্ছপের পিঠে স্থাপনকৃত ট্রান্সমিটার কার্যকর রয়েছে কিনা সে বিষয়ে তারা অবগত নন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৭ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১১ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৩ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপহৃত কর্মচারী আব্দুর রহমানকে (৪৫) উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. রাকিব হাসান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
২০ মিনিট আগে