ঝিনাইদহ প্রতিনিধি

চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সাবেক স্টোর কিপার এবং সাবেক দুই সিভিল সার্জনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার সরকারি ওষুধ ক্রয় ও আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহে পৃথক তিনটি মামলা করা হয়েছে। দুদক সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহের সহকারী পরিচালক মো. বজলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সাবেক স্টোর কিপার হাফিজ বিন ফয়সাল (বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মরত), সাবেক সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম (বর্তমানে অবসরপ্রাপ্ত) ও ডা. মু. ছিদ্দিকুর রহমান (অবসরপ্রাপ্ত)।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে মামলা দায়ের করা হয় এবং সন্ধ্যার পর তথ্যটি নিশ্চিত করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বজলুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের অধীনস্থ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত বরাদ্দ এম এস আর সামগ্রী ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়। সব প্রক্রিয়া শেষে ২০১৫-১৬ অর্থ বছরে মু. ছিদ্দিকুর রহমান সিভিল সার্জন ও স্টোর কিপার হাফিজ বিন ফয়সাল থাকা অবস্থায় ৪৮ লাখ ৯ হাজার ৪০২ টাকার বিভিন্ন ওষুধ ও মেডিকেল সামগ্রী ক্রয় করা হয়। যা রেজিস্ট্রারে তোলা হয়নি।
এরপর ২০১৬-১৭ অর্থ বছরে রওশন আরা সিভিল সার্জন ও হাফিজ বিন ফয়সাল স্টোর কিপার থাকা অবস্থায় একই প্রক্রিয়ায় একই জাতীয় ৩০ লাখ ৪৬ হাজার ৫৩ টাকার সামগ্রী ক্রয় করা হয়। যা রেজিস্ট্রারে তোলা হয়নি।
একইভাবে ২০১৭-১৮ অর্থ বছরে হাফিস বিন ফয়সাল স্টোর কিপার থাকা অবস্থায় (সেসময় দায়িত্বরত সিভিল সার্জন মো. খায়রুল আলম মৃত থাকায় মামলায় নাম বাদ দেওয়া হয়েছে) ২ কোটি ১৫ লাখ ১২ হাজার ৮৫১ টাকার বিভিন্ন সামগ্রী ক্রয় করা হয়। তবুও এসব ক্রয়ের বিস্তারিত রেজিস্ট্রার ভুক্ত করা হয়নি।
অভিযোগ প্রাপ্তির পর এই ঘটনার তদন্ত শেষে দুদক সত্যতা পায় যে, এই তিনজন সরকারি ওষুধ রেজিস্ট্রিতে অন্তভুক্ত না করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন।
পরে অভিযুক্ত সিভিল সার্জন অফিসের সাবেক স্টোর কিপার সাফিজ বিন ফয়সাল, সাবেক সিভিল সার্জন রওশন আরা বেগম ও মু. ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সাবেক স্টোর কিপার এবং সাবেক দুই সিভিল সার্জনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার সরকারি ওষুধ ক্রয় ও আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহে পৃথক তিনটি মামলা করা হয়েছে। দুদক সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহের সহকারী পরিচালক মো. বজলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সাবেক স্টোর কিপার হাফিজ বিন ফয়সাল (বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মরত), সাবেক সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম (বর্তমানে অবসরপ্রাপ্ত) ও ডা. মু. ছিদ্দিকুর রহমান (অবসরপ্রাপ্ত)।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে মামলা দায়ের করা হয় এবং সন্ধ্যার পর তথ্যটি নিশ্চিত করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বজলুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের অধীনস্থ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত বরাদ্দ এম এস আর সামগ্রী ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়। সব প্রক্রিয়া শেষে ২০১৫-১৬ অর্থ বছরে মু. ছিদ্দিকুর রহমান সিভিল সার্জন ও স্টোর কিপার হাফিজ বিন ফয়সাল থাকা অবস্থায় ৪৮ লাখ ৯ হাজার ৪০২ টাকার বিভিন্ন ওষুধ ও মেডিকেল সামগ্রী ক্রয় করা হয়। যা রেজিস্ট্রারে তোলা হয়নি।
এরপর ২০১৬-১৭ অর্থ বছরে রওশন আরা সিভিল সার্জন ও হাফিজ বিন ফয়সাল স্টোর কিপার থাকা অবস্থায় একই প্রক্রিয়ায় একই জাতীয় ৩০ লাখ ৪৬ হাজার ৫৩ টাকার সামগ্রী ক্রয় করা হয়। যা রেজিস্ট্রারে তোলা হয়নি।
একইভাবে ২০১৭-১৮ অর্থ বছরে হাফিস বিন ফয়সাল স্টোর কিপার থাকা অবস্থায় (সেসময় দায়িত্বরত সিভিল সার্জন মো. খায়রুল আলম মৃত থাকায় মামলায় নাম বাদ দেওয়া হয়েছে) ২ কোটি ১৫ লাখ ১২ হাজার ৮৫১ টাকার বিভিন্ন সামগ্রী ক্রয় করা হয়। তবুও এসব ক্রয়ের বিস্তারিত রেজিস্ট্রার ভুক্ত করা হয়নি।
অভিযোগ প্রাপ্তির পর এই ঘটনার তদন্ত শেষে দুদক সত্যতা পায় যে, এই তিনজন সরকারি ওষুধ রেজিস্ট্রিতে অন্তভুক্ত না করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন।
পরে অভিযুক্ত সিভিল সার্জন অফিসের সাবেক স্টোর কিপার সাফিজ বিন ফয়সাল, সাবেক সিভিল সার্জন রওশন আরা বেগম ও মু. ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৯ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২১ মিনিট আগে
মেলায় বড় মাছ দরদাম করছিলেন স্থানীয় এক জামাই সৈকত হোসেন। তিনি বলেন, ‘আমি এবারই প্রথম শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যাব। তাই সেরা মাছটা কেনার চেষ্টা করছি। ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ পছন্দ হয়েছে। বিক্রেতা দাম চেয়েছেন ২২ হাজার টাকা। জামাই হিসেবে বড় মাছটি নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকতে পারা একটা আলাদা গর্বের বিষয়।’
৩৮ মিনিট আগে