বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার সামনের একটি ভবনে শক্তিশালী ককটেলের বিস্ফোরণ হয়েছে। এতে ভবনটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন।
আজ শুক্রবার বিকেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে গত মাসে বন্দর এলাকার ছোট আঁচড়া মোড়ে তালাবদ্ধ একটি ভবনে এ ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভবনটির মালিকের নাম মো. তারিকুল ইসলাম শাহিন। তিনি ঢাকায় থাকেন। এটি দেখাশোনা করেন মাহে আলম নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি লিটন নামে বন্দরের এক শ্রমিকের কাছে বাড়িটির নিচতলা ভাড়া দিয়েছিলেন।
তাঁরা আরও জানান, লিটন নামের ওই ব্যক্তি ভালো মানুষ ছিলেন না। চলতি মাসের ১৭ জুলাই বেনাপোল পৌরসভা নির্বাচন। ভোটের মাঠে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ককটেল মজুত রাখা হতে পারে বলে মনে করেন তারা।
বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) রতন কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শক্তিশালী ককটেল বিস্ফোরণে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ককটেলের আলামত জালের কাটি ও টিনের কৌটা পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘তবে বিস্ফোরণের সময় ভবনটির নিচ তলায় বসবাসকারী মানুষ বাইরে থাকায় বড় ধরনের জীবনহানির ঘটনা ঘটেনি। যেভাবে ভবনের দেয়াল ও কাচ ভেঙেছে ঘরে কেউ থাকলে বাঁচার সম্ভাবনা কম ছিল।’
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘বেনাপোল স্থলবন্দর এলাকায় একটি ভবনে বিস্ফোরণ হয়েছে। ওই ভবনে শ্রমিকেরা ভাড়া থাকেন। তবে ঘরটি তালাবদ্ধ ছিল। তবে সেটি কিসের বিস্ফোরণ তা তদন্ত করে দেখা হচ্ছে।’

যশোরের বেনাপোল পোর্ট থানার সামনের একটি ভবনে শক্তিশালী ককটেলের বিস্ফোরণ হয়েছে। এতে ভবনটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন।
আজ শুক্রবার বিকেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে গত মাসে বন্দর এলাকার ছোট আঁচড়া মোড়ে তালাবদ্ধ একটি ভবনে এ ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভবনটির মালিকের নাম মো. তারিকুল ইসলাম শাহিন। তিনি ঢাকায় থাকেন। এটি দেখাশোনা করেন মাহে আলম নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি লিটন নামে বন্দরের এক শ্রমিকের কাছে বাড়িটির নিচতলা ভাড়া দিয়েছিলেন।
তাঁরা আরও জানান, লিটন নামের ওই ব্যক্তি ভালো মানুষ ছিলেন না। চলতি মাসের ১৭ জুলাই বেনাপোল পৌরসভা নির্বাচন। ভোটের মাঠে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ককটেল মজুত রাখা হতে পারে বলে মনে করেন তারা।
বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) রতন কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শক্তিশালী ককটেল বিস্ফোরণে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ককটেলের আলামত জালের কাটি ও টিনের কৌটা পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘তবে বিস্ফোরণের সময় ভবনটির নিচ তলায় বসবাসকারী মানুষ বাইরে থাকায় বড় ধরনের জীবনহানির ঘটনা ঘটেনি। যেভাবে ভবনের দেয়াল ও কাচ ভেঙেছে ঘরে কেউ থাকলে বাঁচার সম্ভাবনা কম ছিল।’
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘বেনাপোল স্থলবন্দর এলাকায় একটি ভবনে বিস্ফোরণ হয়েছে। ওই ভবনে শ্রমিকেরা ভাড়া থাকেন। তবে ঘরটি তালাবদ্ধ ছিল। তবে সেটি কিসের বিস্ফোরণ তা তদন্ত করে দেখা হচ্ছে।’

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১৫ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৪৪ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে