খুলনা প্রতিনিধি

খুলনার বাগমারা এলাকায় একটি দোকানে চুরির ঘটনায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুর্বৃত্তরা একজনকে গুলি ও অপর তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন বাগমারা ব্রিজসংলগ্ন মো. খলিল শেখের ছেলে আ. আজিজ (৪৫), একই এলাকার ইয়াকুব আলী শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪২), তাঁর ছোট ভাই শহিদুল ইসলাম (৩৭) এবং মো. নজরুল ইসলাম (৩৫)। দুর্বৃত্তের ছোড়া একটি গুলি আব্দুল আজিজের বুকের ডান পাশে বিদ্ধ হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বাকি তিনজন শঙ্কামুক্ত হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শনিবার রাতে বাগমারা এলাকার মুদিদোকান শিরীনা স্টোরে চুরি হয়। স্থানীয় বাসিন্দারা রাতে ওই চুরির ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করেন। পরে ঘটনাস্থলে পুলিশ এলে চুরি হওয়া মালামাল তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়। রাতে ওই দুজনকে থানায় হস্তান্তর এবং পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, রাতের ওই চুরির ঘটনাকে কেন্দ্র করে আজ রোববার দুপুরে স্থানীয় এক সন্ত্রাসীর নেতৃত্বে সেখানে গোলাগুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কয়েকজনকে জখম করা হয়। আজিজ, সিরাজুল, শহিদুল ও নজরুল গুরুতর আহত হন। ঘটনার পর থেকে ওই এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।
এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমারা ঘটনাস্থলে পৌঁছাই। উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় চারজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের মধ্যে আজিজের অবস্থা আশঙ্কাজনক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং সেখানে এখনো পুলিশি মোতায়েন রাখা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে। তা ছাড়া এমন হামলা যাঁরা চালিয়েছেন, তাঁদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

খুলনার বাগমারা এলাকায় একটি দোকানে চুরির ঘটনায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুর্বৃত্তরা একজনকে গুলি ও অপর তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন বাগমারা ব্রিজসংলগ্ন মো. খলিল শেখের ছেলে আ. আজিজ (৪৫), একই এলাকার ইয়াকুব আলী শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪২), তাঁর ছোট ভাই শহিদুল ইসলাম (৩৭) এবং মো. নজরুল ইসলাম (৩৫)। দুর্বৃত্তের ছোড়া একটি গুলি আব্দুল আজিজের বুকের ডান পাশে বিদ্ধ হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বাকি তিনজন শঙ্কামুক্ত হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শনিবার রাতে বাগমারা এলাকার মুদিদোকান শিরীনা স্টোরে চুরি হয়। স্থানীয় বাসিন্দারা রাতে ওই চুরির ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করেন। পরে ঘটনাস্থলে পুলিশ এলে চুরি হওয়া মালামাল তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়। রাতে ওই দুজনকে থানায় হস্তান্তর এবং পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, রাতের ওই চুরির ঘটনাকে কেন্দ্র করে আজ রোববার দুপুরে স্থানীয় এক সন্ত্রাসীর নেতৃত্বে সেখানে গোলাগুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কয়েকজনকে জখম করা হয়। আজিজ, সিরাজুল, শহিদুল ও নজরুল গুরুতর আহত হন। ঘটনার পর থেকে ওই এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।
এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমারা ঘটনাস্থলে পৌঁছাই। উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় চারজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের মধ্যে আজিজের অবস্থা আশঙ্কাজনক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং সেখানে এখনো পুলিশি মোতায়েন রাখা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে। তা ছাড়া এমন হামলা যাঁরা চালিয়েছেন, তাঁদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে