খুলনা প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) টেক্সটাইল তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু রায় (২১) ‘আত্মহত্যা’ পেছনে আর্থিক সংকট নয়, রয়েছে অন্য কোনো কারণে। এটিই মনে করছেন তাঁর স্বজনেরা। আজ বুধবার কুয়েট শিক্ষার্থী অন্তুর পরিবারের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
গত সোমবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অন্তু রায়। তিনি গুটুদিয়া গ্রামের দেবব্রত রায়ের ছেলে। বাবা রাজ মিস্ত্রী, মা গীতা রানী রায় দিন মজুর। দুই ভাই-বোনের মধ্যে অন্তু বড়। তিনি কুয়েটে ড. এম এ রশিদ হলের আবাসিক ছাত্র ছিলেন।
জানা যায়, হলে ৬ হাজার ৬৫৫ টাকা বকেয়া ছিল তাঁর। এ ছাড়া সেমিস্টারে ভর্তি বাবদ ২৮শ টাকা প্রয়োজন হয়। সেমিস্টারে ভর্তির টাকা দেওয়া হয়। বাকি টাকা সংগ্রহে পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এর মধ্যেই সোমবার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহত অন্তু রায়ের বাবা দেবব্রত বলেন, ‘ছেলে টাকা চেয়েছিল ভর্তির জন্য ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল।’ টাকার জন্য তার ছেলে আত্মহত্যা করেননি বলে মনে করেন তাঁর বাবা।
নিহত অন্তুর মা গীতা রাণী রায় বলেন, ‘ছেলের টাকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল। টাকা না পেয়ে আমার ছেলে আত্মহত্যা করেছে বলে আমি মনে করিনা।’ আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে মনে করেন গীতা রাণীও।
অন্তু রায়ের পিসতুতো ভাই সজল কুমার অধিকারী বলেন, ‘গত কয়েক দিন ধরে অন্তুর মান খারাপ ছিল। কী কারণে মন খারাপ তা বলতে চেয়েছিল কিন্তু বলেনি।’
এদিকে অন্তু রায়ের মৃত্যুর ঘটনা টাকার জন্য নয় বলে মনে করেন কুয়েট ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. ইসমাঈল সাইফুল্লাহ। ছাত্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘টাকা খুব বেশি না। তা ছাড়া এখনই টাকা দেওয়া লাগবে না। পরে দিলেও হবে। কারও সামর্থ্য না থাকলে আবেদন করলে তা মওকুফের সুযোগ রয়েছে। এ ঘটনা তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৮ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।’

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) টেক্সটাইল তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু রায় (২১) ‘আত্মহত্যা’ পেছনে আর্থিক সংকট নয়, রয়েছে অন্য কোনো কারণে। এটিই মনে করছেন তাঁর স্বজনেরা। আজ বুধবার কুয়েট শিক্ষার্থী অন্তুর পরিবারের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
গত সোমবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অন্তু রায়। তিনি গুটুদিয়া গ্রামের দেবব্রত রায়ের ছেলে। বাবা রাজ মিস্ত্রী, মা গীতা রানী রায় দিন মজুর। দুই ভাই-বোনের মধ্যে অন্তু বড়। তিনি কুয়েটে ড. এম এ রশিদ হলের আবাসিক ছাত্র ছিলেন।
জানা যায়, হলে ৬ হাজার ৬৫৫ টাকা বকেয়া ছিল তাঁর। এ ছাড়া সেমিস্টারে ভর্তি বাবদ ২৮শ টাকা প্রয়োজন হয়। সেমিস্টারে ভর্তির টাকা দেওয়া হয়। বাকি টাকা সংগ্রহে পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এর মধ্যেই সোমবার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহত অন্তু রায়ের বাবা দেবব্রত বলেন, ‘ছেলে টাকা চেয়েছিল ভর্তির জন্য ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল।’ টাকার জন্য তার ছেলে আত্মহত্যা করেননি বলে মনে করেন তাঁর বাবা।
নিহত অন্তুর মা গীতা রাণী রায় বলেন, ‘ছেলের টাকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল। টাকা না পেয়ে আমার ছেলে আত্মহত্যা করেছে বলে আমি মনে করিনা।’ আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে মনে করেন গীতা রাণীও।
অন্তু রায়ের পিসতুতো ভাই সজল কুমার অধিকারী বলেন, ‘গত কয়েক দিন ধরে অন্তুর মান খারাপ ছিল। কী কারণে মন খারাপ তা বলতে চেয়েছিল কিন্তু বলেনি।’
এদিকে অন্তু রায়ের মৃত্যুর ঘটনা টাকার জন্য নয় বলে মনে করেন কুয়েট ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. ইসমাঈল সাইফুল্লাহ। ছাত্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘টাকা খুব বেশি না। তা ছাড়া এখনই টাকা দেওয়া লাগবে না। পরে দিলেও হবে। কারও সামর্থ্য না থাকলে আবেদন করলে তা মওকুফের সুযোগ রয়েছে। এ ঘটনা তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৮ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।’

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে