
তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘ডিজিটাল প্রযুক্তি খাতে দেশের ২০ লাখ তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। এ খাত থেকে রপ্তানি আয় ইতিমধ্যে দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সরকারের সব সেবা ডিজিটালাইজড করা হয়েছে। জনগণের দোর গোড়ায় এ সেবা পৌঁছে গেছে।’
আজ শুক্রবার সাতক্ষীরা জেলা প্রশাসনের ‘হার পাওয়ার প্রকল্প’ এর আওতায় নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে উপহারের ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম ও সাইবার থ্রেড অ্যান্ড অ্যানালাইজিং টিম গঠন করে দেশ-বিদেশে সাইবার ক্রাইম প্রতিরোধে কাজ করছে সরকার।’
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক, সংসদ সদস্য আশারাফুজ্জামান আশু, সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, হার পাওয়ারের উপপরিচালক নিলুফা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠানে ২৪০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। এ ছাড়া তালা উপজেলার জাতপুর গ্রামের খুদে বিজ্ঞানী বোরহান উদ্দীনের বোমারু বিমান নির্মাণের প্রতিভার ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী। পরে তাকে একটি ল্যাপটপ উপহার দেন এবং তার গবেষণা কাজে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন তিনি।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১১ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৭ মিনিট আগে