দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা না নিয়ে স্কুল ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর উপজেলার আল্লাহর দর্গা এলাকার নিজ বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্কুল ছুটির বিষয়ে কিছুই জানেন না উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খুব কষ্টে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে পেরেছি তখন তিনি এমপি মহোদয়ের ওখানে ছিলেন। তাঁর কাছে স্কুল বন্ধের বিষয়ে জানতে চেয়েছিলাম, তিনি আমাকে বলেছেন, স্কুল বন্ধ হয় নাই, শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিল এমপি মহোদয়ের সঙ্গে। প্রোগ্রাম শেষ করে আমরা স্কুলে ফিরে যাব।’
তবে দুপুর ২টার দিকে সরেজমিনে স্কুলটিতে গিয়ে শিক্ষকদের ফেরার অপেক্ষায় ঘণ্টাখানেক ছিলেন এ প্রতিবেদক। সেসময় অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলতে দেখা যায়। জাতীয় পতাকাও উত্তোলিত ছিল না। সেখানে উপস্থিত থেকে মোবাইল ফোনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ নিয়ে বিদ্যালয়টির একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। দশম শ্রেণির এক ছাত্র বলে, ‘সকাল ১১টার দিকে আজ স্কুল ছুটি দিয়েছে সারেরা (স্যারেরা), হাজিরাও নেয়নি।’ স্কুল কেন ছুটি দিয়েছে জানতে চাইলে ওই শিক্ষার্থী বলে, এমপির বাড়িতে যাওয়ার জন্য।
প্রতিষ্ঠানটির পাশে এক ফেরিওয়ালার কাছে যানতে চাওয়া হলে তিনিও একই কথা বলেন। তিনি বলেন, ‘রোজ ৪টার সময় বন্ধ হয়, আজ সকালেই বন্ধ করে এমপির বাড়িতে গিছে সারেরা।’
বিদ্যালয় বন্ধ করে এমপিকে শুভেচ্ছা জানাতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রেজাউল করিম। তিনি বলেন, স্কুল কমিটির সভাপতির নির্দেশে বন্ধ করেছেন। স্কুলের উন্নয়নের স্বার্থে তাঁরা এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বলে উল্লেখ করেন প্রধান শিক্ষক।
পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা না নিয়ে স্কুল ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর উপজেলার আল্লাহর দর্গা এলাকার নিজ বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্কুল ছুটির বিষয়ে কিছুই জানেন না উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খুব কষ্টে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে পেরেছি তখন তিনি এমপি মহোদয়ের ওখানে ছিলেন। তাঁর কাছে স্কুল বন্ধের বিষয়ে জানতে চেয়েছিলাম, তিনি আমাকে বলেছেন, স্কুল বন্ধ হয় নাই, শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিল এমপি মহোদয়ের সঙ্গে। প্রোগ্রাম শেষ করে আমরা স্কুলে ফিরে যাব।’
তবে দুপুর ২টার দিকে সরেজমিনে স্কুলটিতে গিয়ে শিক্ষকদের ফেরার অপেক্ষায় ঘণ্টাখানেক ছিলেন এ প্রতিবেদক। সেসময় অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলতে দেখা যায়। জাতীয় পতাকাও উত্তোলিত ছিল না। সেখানে উপস্থিত থেকে মোবাইল ফোনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ নিয়ে বিদ্যালয়টির একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। দশম শ্রেণির এক ছাত্র বলে, ‘সকাল ১১টার দিকে আজ স্কুল ছুটি দিয়েছে সারেরা (স্যারেরা), হাজিরাও নেয়নি।’ স্কুল কেন ছুটি দিয়েছে জানতে চাইলে ওই শিক্ষার্থী বলে, এমপির বাড়িতে যাওয়ার জন্য।
প্রতিষ্ঠানটির পাশে এক ফেরিওয়ালার কাছে যানতে চাওয়া হলে তিনিও একই কথা বলেন। তিনি বলেন, ‘রোজ ৪টার সময় বন্ধ হয়, আজ সকালেই বন্ধ করে এমপির বাড়িতে গিছে সারেরা।’
বিদ্যালয় বন্ধ করে এমপিকে শুভেচ্ছা জানাতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রেজাউল করিম। তিনি বলেন, স্কুল কমিটির সভাপতির নির্দেশে বন্ধ করেছেন। স্কুলের উন্নয়নের স্বার্থে তাঁরা এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বলে উল্লেখ করেন প্রধান শিক্ষক।
পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে