খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আইইএলটিএস বিষয়ে শিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণকক্ষে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
এ সময় তিনি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু বিশেষত্ব রয়েছে। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের সকাল ৯টায় ক্লাস শুরু হয় এবং বিকেল ৫টায় শেষ হয়। এ সময়ে সব শিক্ষককে পাওয়া যায়। যা অনেক বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। এখানের পড়াশোনার মাধ্যম ইংরেজি। শিক্ষকদের ৪৫ শতাংশেরও বেশি উচ্চশিক্ষা বা পিএইচডিধারী। যা সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি বা উচ্চশিক্ষার ডিগ্রি বেশি।’
অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ ছাপিয়ে বিদেশেও সুনামের সঙ্গে তাঁদের কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন। যা সম্ভব হয়েছে শিক্ষকদের পরিশ্রম ও আন্তরিকতার ফলে। ক্লাস এবং ক্লাসের বাইরেও পড়াশোনার ব্যাপারে শিক্ষার্থীদের সময় দেওয়া রয়েছে এর পেছনে।’
উপাচার্য আরও বলেন, ‘আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা যে শিক্ষা পেয়েছি বা পাচ্ছি, তা আমাদের শিক্ষার্থীদের দিতে হবে।’
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের উচ্চশিক্ষা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপরেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বিষয়ের শিক্ষক রেদওয়ান ইসলাম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আইইএলটিএস বিষয়ে শিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণকক্ষে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
এ সময় তিনি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু বিশেষত্ব রয়েছে। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের সকাল ৯টায় ক্লাস শুরু হয় এবং বিকেল ৫টায় শেষ হয়। এ সময়ে সব শিক্ষককে পাওয়া যায়। যা অনেক বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। এখানের পড়াশোনার মাধ্যম ইংরেজি। শিক্ষকদের ৪৫ শতাংশেরও বেশি উচ্চশিক্ষা বা পিএইচডিধারী। যা সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি বা উচ্চশিক্ষার ডিগ্রি বেশি।’
অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ ছাপিয়ে বিদেশেও সুনামের সঙ্গে তাঁদের কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন। যা সম্ভব হয়েছে শিক্ষকদের পরিশ্রম ও আন্তরিকতার ফলে। ক্লাস এবং ক্লাসের বাইরেও পড়াশোনার ব্যাপারে শিক্ষার্থীদের সময় দেওয়া রয়েছে এর পেছনে।’
উপাচার্য আরও বলেন, ‘আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা যে শিক্ষা পেয়েছি বা পাচ্ছি, তা আমাদের শিক্ষার্থীদের দিতে হবে।’
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের উচ্চশিক্ষা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপরেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বিষয়ের শিক্ষক রেদওয়ান ইসলাম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে