খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের ৭ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন স্থাপত্য ডিসিপ্লিনের শাহনাজ পারভীন ইভা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মুশফিক শাহরিয়ার শাফি, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের মো. মাহমুদুল হাসান, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. ইরফান হুসাইন শিকদার, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মো. শৈবাল হাসান খান, রসায়ন ডিসিপ্লিনের সৌরভ কুমার দাস এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের সাদিয়া তাবাস্সুম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সাফল্য ও অর্জনের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় তাঁর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়। খুলনা বিশ্ববিদ্যালয় এখন নতুনভাবে যাত্রা শুরু করেছে। গত ৩৪ বছরে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন ইতিহাসের সাক্ষী হয়েছে। আজ আমরা যে বিশ্ববিদ্যালয়টি দেখছি, তা কিন্তু প্রথম দিকে ছিল না। সময়ের পরিক্রমায় বিশ্ববিদ্যালয়টি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথেই রয়েছে।
উপাচার্য আরও বলেন, ভবিষ্যতে যাতে ৩ দশমিক ৭৫ সিজিপিএ ঠিক রেখে আরও অধিকসংখ্যক শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। কারণ, কৃতী শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বর্তমান প্রশাসনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান ও ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের অধ্যাপক আহসানুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের খণ্ডকালীন শিক্ষক সুমাইয়া নাজ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনগুলোর প্রধানেরা, শিক্ষকেরা, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের ৭ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন স্থাপত্য ডিসিপ্লিনের শাহনাজ পারভীন ইভা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মুশফিক শাহরিয়ার শাফি, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের মো. মাহমুদুল হাসান, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. ইরফান হুসাইন শিকদার, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মো. শৈবাল হাসান খান, রসায়ন ডিসিপ্লিনের সৌরভ কুমার দাস এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের সাদিয়া তাবাস্সুম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সাফল্য ও অর্জনের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় তাঁর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়। খুলনা বিশ্ববিদ্যালয় এখন নতুনভাবে যাত্রা শুরু করেছে। গত ৩৪ বছরে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন ইতিহাসের সাক্ষী হয়েছে। আজ আমরা যে বিশ্ববিদ্যালয়টি দেখছি, তা কিন্তু প্রথম দিকে ছিল না। সময়ের পরিক্রমায় বিশ্ববিদ্যালয়টি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথেই রয়েছে।
উপাচার্য আরও বলেন, ভবিষ্যতে যাতে ৩ দশমিক ৭৫ সিজিপিএ ঠিক রেখে আরও অধিকসংখ্যক শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। কারণ, কৃতী শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বর্তমান প্রশাসনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান ও ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের অধ্যাপক আহসানুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের খণ্ডকালীন শিক্ষক সুমাইয়া নাজ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনগুলোর প্রধানেরা, শিক্ষকেরা, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে