মাগুরা প্রতিনিধি

মাগুরায় বিশ্বকাপ ফুটবল নিয়ে বিরোধের জেরে অটোচালক আলী বিশ্বাসকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে মাগুরা সদরের পাকাকাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
নিহতের চাচাতো ভাই দবির হোসেন ও স্বজনেরা জানান, ১৪ দিন আগে বিশ্বকাপ ফুটবল খেলার সময় একই গ্রামের মিজান নামের এক যুবক আলীর বাড়িতে রাতে প্রবেশ করেন। এ সময় বাড়িতে আলীর স্ত্রী ও ছোট ছেলে ছিল। বাড়ির অন্য পুরুষেরা বাইরে খেলা দেখতে যাওয়ায় মিজানের এ সময় প্রবেশ নিয়ে কথা-কাটাকাটি হয়। এরপর হাতাহাতি শুরু হলে স্থানীয়রা সালিস করে মিজান ও আলী বিরোধ মিটিয়ে দেয়।
এরপরও নানা সময় মিজান হুমকি দিতে থাকেন আলী ও তাঁর পরিবারকে। তাঁরা ধারণা করছেন এই বিরোধের জেরে মিজান ও তাঁর দলবল শনিবার সন্ধ্যার পর রড ও দা নিয়ে হামলা চালান। এ সময় আলী নিজের অটোতে যাত্রী নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মিজান তাঁর দলবল নিয়ে আলীকে বেধড়ক কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, এই ঘটনার পর আলী ও মিজানের দলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার রাতে মিজানের এলাকার ৫ থেকে ৭টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তবে কারা আগুনের সঙ্গে জড়িত তা তদন্ত করছে পুলিশ। এ সময় কিছু গ্রামবাসী উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা করতে আসে বলে জানা গেছে। তবে শনিবার রাতভর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রোববার অনেককে বাড়ি ছাড়তে দেখা গেছে।
অভিযুক্ত মিজানের মা সখিণা খাতুন বলেন, ‘আমরা কিছুই জানি না। আমার ছেলে এই খুন করতে পারে না। উল্টো আমাদের বাড়িঘরে তাঁরা আগুন দিয়েছে, লুটপাট করেছে। আমরা ভয়ে আছি।’
তবে আগুন দেওয়া কিংবা লুটপাট করা কথা অস্বীকার করেছেন জনাব আলীর স্বজনেরা। তাঁরা বলছেন, নিজেরা খুন করে তা থেকে বাঁচার জন্য নিজেদের ঘরে আগুন দিয়েছে।
মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, পূর্ব শত্রুতার জেরে আলীকে প্রতিপক্ষের লোকজন রড দিয়ে পিটিয়ে আহত করেন। পরে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশের কাছে রোববার বিকেল পর্যন্ত নিহতের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। তবে অপরাধীকে খুঁজে বের করতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মাগুরায় বিশ্বকাপ ফুটবল নিয়ে বিরোধের জেরে অটোচালক আলী বিশ্বাসকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে মাগুরা সদরের পাকাকাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
নিহতের চাচাতো ভাই দবির হোসেন ও স্বজনেরা জানান, ১৪ দিন আগে বিশ্বকাপ ফুটবল খেলার সময় একই গ্রামের মিজান নামের এক যুবক আলীর বাড়িতে রাতে প্রবেশ করেন। এ সময় বাড়িতে আলীর স্ত্রী ও ছোট ছেলে ছিল। বাড়ির অন্য পুরুষেরা বাইরে খেলা দেখতে যাওয়ায় মিজানের এ সময় প্রবেশ নিয়ে কথা-কাটাকাটি হয়। এরপর হাতাহাতি শুরু হলে স্থানীয়রা সালিস করে মিজান ও আলী বিরোধ মিটিয়ে দেয়।
এরপরও নানা সময় মিজান হুমকি দিতে থাকেন আলী ও তাঁর পরিবারকে। তাঁরা ধারণা করছেন এই বিরোধের জেরে মিজান ও তাঁর দলবল শনিবার সন্ধ্যার পর রড ও দা নিয়ে হামলা চালান। এ সময় আলী নিজের অটোতে যাত্রী নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মিজান তাঁর দলবল নিয়ে আলীকে বেধড়ক কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, এই ঘটনার পর আলী ও মিজানের দলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার রাতে মিজানের এলাকার ৫ থেকে ৭টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তবে কারা আগুনের সঙ্গে জড়িত তা তদন্ত করছে পুলিশ। এ সময় কিছু গ্রামবাসী উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা করতে আসে বলে জানা গেছে। তবে শনিবার রাতভর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রোববার অনেককে বাড়ি ছাড়তে দেখা গেছে।
অভিযুক্ত মিজানের মা সখিণা খাতুন বলেন, ‘আমরা কিছুই জানি না। আমার ছেলে এই খুন করতে পারে না। উল্টো আমাদের বাড়িঘরে তাঁরা আগুন দিয়েছে, লুটপাট করেছে। আমরা ভয়ে আছি।’
তবে আগুন দেওয়া কিংবা লুটপাট করা কথা অস্বীকার করেছেন জনাব আলীর স্বজনেরা। তাঁরা বলছেন, নিজেরা খুন করে তা থেকে বাঁচার জন্য নিজেদের ঘরে আগুন দিয়েছে।
মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, পূর্ব শত্রুতার জেরে আলীকে প্রতিপক্ষের লোকজন রড দিয়ে পিটিয়ে আহত করেন। পরে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশের কাছে রোববার বিকেল পর্যন্ত নিহতের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। তবে অপরাধীকে খুঁজে বের করতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১২ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪২ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে