মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার মিনি পার্কে ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কের বিভিন্ন স্থাপনা। ঘটনার পর ক্ষতিপূরণ হিসেবে ট্রাকের মালিকের কাছ থেকে আদায় করা ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভা কার্যালয়ের কার্যসহকারী তপু এস এম আব্দুর রশিদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ট্রাকটি উপজেলার মোহনপুর বটতলায় যশোর-চুকনগর আঞ্চলিক সড়কসংলগ্ন পৌর মিনি পার্কে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রাখেন। পরদিন সকালে পৌরসভার কিছু কর্মচারী ও ট্রাক মালিক সমিতির নেতারা ঘটনাস্থলে এসে আলোচনা করে ট্রাকটি ছাড়িয়ে নেন।
অভিযোগ রয়েছে, এ ঘটনায় পৌর প্রশাসক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে না জানিয়ে কার্যসহকারী তপু নিজেই কিছু স্টাফসহ ঘটনাস্থলে গিয়ে ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ গ্রহণ করেন। পরে এই টাকা পৌরসভার তহবিলে জমা না দিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নেন।
তবে তপু দাবি করেছেন, ট্রাক দুর্ঘটনায় পার্কের সীমানা পিলার, পানির ট্যাব ও যাত্রী ছাউনির টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে স্থানীয়দের মাধ্যমে ২২ হাজার টাকা আদায় করা হয়েছে, যা বুধবার পৌর তহবিলে জমা দেওয়া হয়েছে। তিনি জানান, বিষয়টি জানাতে একাধিকবার প্রশাসক ইউএনও নিশাত তামান্নাকে ফোন করেও যোগাযোগ করতে পারেননি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়াজ মাখদুমকেও অবহিত করেননি।
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার কোষাধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, ‘পার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার বা ক্ষতিপূরণের কোনো তথ্য আমার জানা নেই। এ বিষয়ে আমি কোনো টাকা পাইনি।’
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, ‘কার্যসহকারীর পার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটি জানানোর কথা, কিন্তু আমাকে কেউ কিছু জানায়নি। ট্রাক থেকে ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা কার্যসহকারীর নেই। বুধবার রাতে বিষয়টি জানতে পেরে তপুর সঙ্গে ফোনে কথা বলি। সে ২২ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছে এবং তাকে পৌর তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে পৌর তহবিলের সাড়ে ৮ লাখ টাকা ব্যয়ে যশোর-চুকনগর সড়কের পাশ ঘেঁষে মোহনপুর বটতলায় একটি মিনি পার্ক নির্মাণ করে পৌরসভা। তবে সড়ক ও জনপদের (সওজ) জমি দখল করে অপরিকল্পিতভাবে পার্কটি গড়ে তোলার অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, এটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা, যেখানে চারপাশ থেকে রাস্তা এসে এক মোড়ে মিলেছে। এই এলাকায় পার্ক নির্মাণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে। এর আগে ২৯ জানুয়ারি ‘আজকের পত্রিকা’য় ‘যশোরে ফুটপাত দখলে নিয়ে ইউএনওর মিনি পার্ক, দুর্ঘটনার শঙ্কা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে পার্কটিতে কেবল কয়েকটি পিলার দাঁড়িয়ে রয়েছে, অধিকাংশ ফুলগাছ মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করতেই তড়িঘড়ি করে পার্ক নির্মাণ করা হয়েছিল।

যশোরের মনিরামপুরে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার মিনি পার্কে ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কের বিভিন্ন স্থাপনা। ঘটনার পর ক্ষতিপূরণ হিসেবে ট্রাকের মালিকের কাছ থেকে আদায় করা ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভা কার্যালয়ের কার্যসহকারী তপু এস এম আব্দুর রশিদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ট্রাকটি উপজেলার মোহনপুর বটতলায় যশোর-চুকনগর আঞ্চলিক সড়কসংলগ্ন পৌর মিনি পার্কে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রাখেন। পরদিন সকালে পৌরসভার কিছু কর্মচারী ও ট্রাক মালিক সমিতির নেতারা ঘটনাস্থলে এসে আলোচনা করে ট্রাকটি ছাড়িয়ে নেন।
অভিযোগ রয়েছে, এ ঘটনায় পৌর প্রশাসক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে না জানিয়ে কার্যসহকারী তপু নিজেই কিছু স্টাফসহ ঘটনাস্থলে গিয়ে ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ গ্রহণ করেন। পরে এই টাকা পৌরসভার তহবিলে জমা না দিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নেন।
তবে তপু দাবি করেছেন, ট্রাক দুর্ঘটনায় পার্কের সীমানা পিলার, পানির ট্যাব ও যাত্রী ছাউনির টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে স্থানীয়দের মাধ্যমে ২২ হাজার টাকা আদায় করা হয়েছে, যা বুধবার পৌর তহবিলে জমা দেওয়া হয়েছে। তিনি জানান, বিষয়টি জানাতে একাধিকবার প্রশাসক ইউএনও নিশাত তামান্নাকে ফোন করেও যোগাযোগ করতে পারেননি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়াজ মাখদুমকেও অবহিত করেননি।
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার কোষাধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, ‘পার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার বা ক্ষতিপূরণের কোনো তথ্য আমার জানা নেই। এ বিষয়ে আমি কোনো টাকা পাইনি।’
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, ‘কার্যসহকারীর পার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটি জানানোর কথা, কিন্তু আমাকে কেউ কিছু জানায়নি। ট্রাক থেকে ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা কার্যসহকারীর নেই। বুধবার রাতে বিষয়টি জানতে পেরে তপুর সঙ্গে ফোনে কথা বলি। সে ২২ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছে এবং তাকে পৌর তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে পৌর তহবিলের সাড়ে ৮ লাখ টাকা ব্যয়ে যশোর-চুকনগর সড়কের পাশ ঘেঁষে মোহনপুর বটতলায় একটি মিনি পার্ক নির্মাণ করে পৌরসভা। তবে সড়ক ও জনপদের (সওজ) জমি দখল করে অপরিকল্পিতভাবে পার্কটি গড়ে তোলার অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, এটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা, যেখানে চারপাশ থেকে রাস্তা এসে এক মোড়ে মিলেছে। এই এলাকায় পার্ক নির্মাণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে। এর আগে ২৯ জানুয়ারি ‘আজকের পত্রিকা’য় ‘যশোরে ফুটপাত দখলে নিয়ে ইউএনওর মিনি পার্ক, দুর্ঘটনার শঙ্কা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে পার্কটিতে কেবল কয়েকটি পিলার দাঁড়িয়ে রয়েছে, অধিকাংশ ফুলগাছ মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করতেই তড়িঘড়ি করে পার্ক নির্মাণ করা হয়েছিল।

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
১ ঘণ্টা আগে