মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কিছু সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ মঙ্গলবার বেলা ১১টায় ইনু তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় জাসদের সভাপতি বলেন, ‘নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কিছু সমস্যা রয়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দুর্নীতির সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম অস্বাভাবিকভাবে উঠানামা করাচ্ছে।’
সাবেক তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি এটা ব্যবসা না, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের লুট এবং দিনে-দুপুরে ডাকাতি। এই সিন্ডিকেট একদিকে যেমন শেখ হাসিনা সরকারের বদনাম করছে, অন্যদিকে সাধারণ জনগণের পেটে লাথি মারছে।’
অপর এক প্রশ্নের জবাবে ইনু বিএনপি নেতাদের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা জনগণের সমস্যা নিয়ে কথা বলুন, আইনের শাসন নিয়ে কথা বলুন। কিন্তু যারা আইন লঙ্ঘন করে চুরিচামারি করেছে, মানুষ খুন করেছে, সম্পদ পাচার করেছে, সেই সব নেতা-নেত্রীদের মুক্ত করার আন্দোলনটা কার্যত চোর-ডাকাতের আন্দোলনে পরিণত হবে।’
দেড় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই ভবনের উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, জেলা প্রচার সম্পাদক কারশেদ আলম, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখসহ স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা।

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কিছু সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ মঙ্গলবার বেলা ১১টায় ইনু তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় জাসদের সভাপতি বলেন, ‘নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কিছু সমস্যা রয়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দুর্নীতির সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম অস্বাভাবিকভাবে উঠানামা করাচ্ছে।’
সাবেক তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি এটা ব্যবসা না, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের লুট এবং দিনে-দুপুরে ডাকাতি। এই সিন্ডিকেট একদিকে যেমন শেখ হাসিনা সরকারের বদনাম করছে, অন্যদিকে সাধারণ জনগণের পেটে লাথি মারছে।’
অপর এক প্রশ্নের জবাবে ইনু বিএনপি নেতাদের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা জনগণের সমস্যা নিয়ে কথা বলুন, আইনের শাসন নিয়ে কথা বলুন। কিন্তু যারা আইন লঙ্ঘন করে চুরিচামারি করেছে, মানুষ খুন করেছে, সম্পদ পাচার করেছে, সেই সব নেতা-নেত্রীদের মুক্ত করার আন্দোলনটা কার্যত চোর-ডাকাতের আন্দোলনে পরিণত হবে।’
দেড় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই ভবনের উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, জেলা প্রচার সম্পাদক কারশেদ আলম, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখসহ স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে