যশোর ও মনিরামপুর প্রতিনিধি
যশোরের মনিরামপুর থানায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধর ও থানার গ্লাস ভাঙচুরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার বিকেলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গাজীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ করেন। এ সময় কনস্টেবল শেখরকে মারধর করা হয়। এদিন রাতে শেখর দত্ত বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার রোহান মনিরামপুর পৌর এলাকার মোহনপুর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক। তিনি ওই গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। মামলার অন্য আসামি কামরুল ইসলাম পৌর এলাকার দুর্গাপুর গ্রামের আবু তালেবের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রত্যাশী।
থানা ঘেরাওয়ের সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের ধরে আনছেন ঠিকই, কিন্তু রহস্যজনক কারণে তিনি তাঁদের আদালতে সোপর্দ না করে থানা থেকেই ছেড়ে দিচ্ছেন।
তাঁদের দাবি, আওয়ামী লীগের আমলে বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ধরে এনে সাজানো মামলায় হাজতে পাঠানো হতো। চালানো হতো নির্যাতন। ওই সময় পুলিশের নির্বিচার চাঁদাবাজির ভয়ে অসংখ্য নেতা-কর্মী বাড়ি তো দূরের কথা আশপাশের এলাকায়ও থাকতে পারেননি। এখন দাগি অপরাধী হওয়ার পরও তাঁদের ছেড়ে দেওয়া ‘ফ্যাসিস্টদের’ সহযোগিতার নামান্তর।
এদিকে বিক্ষোভের সময় বিএনপির নেতা-কর্মীরা থানার ফটকে দায়িত্বরত পুলিশ সদস্য শেখর দত্ত মারধর করাসহ থানার ফটকের একটি কক্ষের গ্লাস ভাঙচুর করে বলে জানিয়েছে পুলিশ।
থানা-পুলিশের একটি সূত্র জানায়, আসাদুজ্জামান মিন্টুর নেতৃত্বে বিএনপির কিছু অনুসারী থানার সামনে এসে বন্ধ ফটক ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করেন। ফটকে দায়িত্বরত পুলিশ সদস্য শেখর চন্দ্র তাঁদের থামাতে চাইলে তিনি মারধরের শিকার হন। এ সময় ফটকের সামনে অবস্থান করা কয়েকজন জানালার গ্লাস ভাঙচুর করেন।
এ বিষয়ে জানতে আজকের পত্রিকার পক্ষ থেকে থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হয়। তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন।
যশোরের মনিরামপুর থানায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধর ও থানার গ্লাস ভাঙচুরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার বিকেলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গাজীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ করেন। এ সময় কনস্টেবল শেখরকে মারধর করা হয়। এদিন রাতে শেখর দত্ত বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার রোহান মনিরামপুর পৌর এলাকার মোহনপুর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক। তিনি ওই গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। মামলার অন্য আসামি কামরুল ইসলাম পৌর এলাকার দুর্গাপুর গ্রামের আবু তালেবের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রত্যাশী।
থানা ঘেরাওয়ের সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের ধরে আনছেন ঠিকই, কিন্তু রহস্যজনক কারণে তিনি তাঁদের আদালতে সোপর্দ না করে থানা থেকেই ছেড়ে দিচ্ছেন।
তাঁদের দাবি, আওয়ামী লীগের আমলে বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ধরে এনে সাজানো মামলায় হাজতে পাঠানো হতো। চালানো হতো নির্যাতন। ওই সময় পুলিশের নির্বিচার চাঁদাবাজির ভয়ে অসংখ্য নেতা-কর্মী বাড়ি তো দূরের কথা আশপাশের এলাকায়ও থাকতে পারেননি। এখন দাগি অপরাধী হওয়ার পরও তাঁদের ছেড়ে দেওয়া ‘ফ্যাসিস্টদের’ সহযোগিতার নামান্তর।
এদিকে বিক্ষোভের সময় বিএনপির নেতা-কর্মীরা থানার ফটকে দায়িত্বরত পুলিশ সদস্য শেখর দত্ত মারধর করাসহ থানার ফটকের একটি কক্ষের গ্লাস ভাঙচুর করে বলে জানিয়েছে পুলিশ।
থানা-পুলিশের একটি সূত্র জানায়, আসাদুজ্জামান মিন্টুর নেতৃত্বে বিএনপির কিছু অনুসারী থানার সামনে এসে বন্ধ ফটক ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করেন। ফটকে দায়িত্বরত পুলিশ সদস্য শেখর চন্দ্র তাঁদের থামাতে চাইলে তিনি মারধরের শিকার হন। এ সময় ফটকের সামনে অবস্থান করা কয়েকজন জানালার গ্লাস ভাঙচুর করেন।
এ বিষয়ে জানতে আজকের পত্রিকার পক্ষ থেকে থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হয়। তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন।
মাগুরার সেই ৮ বছরের শিশুটিকে একাই ধর্ষণ করেছিলেন বড় বোনের শ্বশুর। তিনি মেয়েটির চিৎকার আটকাতে গলায় ওড়না পেঁচিয়ে টেনে ধরে ছিলেন। তিনি আদালতে দোষ স্বীকার করে দেওয়া জবানবন্দিতে এ কথা জানিয়েছেন। আদালত সূত্রে ও পুলিশের তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। মাগুরার সিনিয়র জুডিশিয়াল..
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের উল্লাপাড়া ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে রাজধানীর বিমানবন্দরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা ‘দখলদার হটাও...
১ ঘণ্টা আগেঅল্প খরচে লাভ বেশি হওয়ায় ঝিনাইদহ জেলার বিভিন্ন অঞ্চলে ভুট্টা চাষ দিন দিন বেড়ে চলেছে। বোরো ধান ও অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় বিকল্প ফসল হিসেবে ভুট্টা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে।
১ ঘণ্টা আগে