বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোলে করোনার নতুন ধরন বিএফ.৭ সংক্রমণ রোধে ভারত থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের পরীক্ষা করা হলেও সুরক্ষা ব্যবস্থা ঢিলেঢালা। ট্রাকে জীবাণুনাশক স্প্রে না করায় এবং মাস্ক ছাড়া ভারতীয় ট্রাকচালকেরা বন্দরে প্রবেশ করায় সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে।
নতুন এই ভাইরাস নিয়ে ২৫ ডিসেম্বর নতুন নির্দেশনা পাওয়ার পর বেনাপোলে এ পর্যন্ত ১২৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে। তবে তিনি বিএফ.৭ আক্রান্ত নন।
তবে ভারতফেরত রহিম নামের এক পর্যটক আজকের পত্রিকাকে বলেন, ইমিগ্রেশনে পরিপূর্ণ সতর্কতা দেখা যায়নি। অনেকেই মাস্ক ছাড়া চলাফেরা করছেন।
ভারতীয় ট্রাকচালক অনিমেষ আমদানি পণ্য নিয়ে এসেছেন বেনাপোল বন্দরে। মাস্ক ছাড়া তিনি বন্দরে চলাফেরা করছেন। কেউ তাঁকে মাস্ক পরতে বলেননি। করোনার নতুন ধরন বিএফ.৭ নিয়েও তিনি কিছু জানেন না। বেনাপোল বন্দরের অন্য শ্রমিকদের অবস্থাও তাঁর ব্যতিক্রম নয়।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘করোনা সংক্রমণে আমাদের বড় ক্ষতি হয়েছে। তিন মাস বন্ধ ছিল আমদানি-রপ্তানি। এবার যাতে ওই পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, সে জন্য আগে থেকেই সরকারের সব নির্দেশনা মানা দরকার। তবে এখনো বন্দরে বাণিজ্যিক ক্ষেত্রে নেওয়া হয়নি প্রতিরোধ ব্যবস্থা।’
বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান, সরকারের নির্দেশনা তাঁরা পেয়েছেন। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। খুব দ্রুত সব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, ভারত থেকে ফেরা এ পর্যন্ত সন্দেহভাজন ১৩০ জনের র্যাপিড অ্যান্টিজেন নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন ধরন বিএফ.৭ আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আগে বন্দরে ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এ বছর এখনো শুরু করা হয়নি।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হন ৩১ জন। মোট শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ জন। করোনায় দেশে মোট মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন।

বেনাপোলে করোনার নতুন ধরন বিএফ.৭ সংক্রমণ রোধে ভারত থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের পরীক্ষা করা হলেও সুরক্ষা ব্যবস্থা ঢিলেঢালা। ট্রাকে জীবাণুনাশক স্প্রে না করায় এবং মাস্ক ছাড়া ভারতীয় ট্রাকচালকেরা বন্দরে প্রবেশ করায় সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে।
নতুন এই ভাইরাস নিয়ে ২৫ ডিসেম্বর নতুন নির্দেশনা পাওয়ার পর বেনাপোলে এ পর্যন্ত ১২৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে। তবে তিনি বিএফ.৭ আক্রান্ত নন।
তবে ভারতফেরত রহিম নামের এক পর্যটক আজকের পত্রিকাকে বলেন, ইমিগ্রেশনে পরিপূর্ণ সতর্কতা দেখা যায়নি। অনেকেই মাস্ক ছাড়া চলাফেরা করছেন।
ভারতীয় ট্রাকচালক অনিমেষ আমদানি পণ্য নিয়ে এসেছেন বেনাপোল বন্দরে। মাস্ক ছাড়া তিনি বন্দরে চলাফেরা করছেন। কেউ তাঁকে মাস্ক পরতে বলেননি। করোনার নতুন ধরন বিএফ.৭ নিয়েও তিনি কিছু জানেন না। বেনাপোল বন্দরের অন্য শ্রমিকদের অবস্থাও তাঁর ব্যতিক্রম নয়।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘করোনা সংক্রমণে আমাদের বড় ক্ষতি হয়েছে। তিন মাস বন্ধ ছিল আমদানি-রপ্তানি। এবার যাতে ওই পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, সে জন্য আগে থেকেই সরকারের সব নির্দেশনা মানা দরকার। তবে এখনো বন্দরে বাণিজ্যিক ক্ষেত্রে নেওয়া হয়নি প্রতিরোধ ব্যবস্থা।’
বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান, সরকারের নির্দেশনা তাঁরা পেয়েছেন। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। খুব দ্রুত সব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, ভারত থেকে ফেরা এ পর্যন্ত সন্দেহভাজন ১৩০ জনের র্যাপিড অ্যান্টিজেন নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন ধরন বিএফ.৭ আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আগে বন্দরে ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এ বছর এখনো শুরু করা হয়নি।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হন ৩১ জন। মোট শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ জন। করোনায় দেশে মোট মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩২ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৪৪ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে