বেনাপোল প্রতিনিধি

ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার ৪২ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ–হাইকমিশন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ট্রাভেল পারমিট আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা ৪২ বাংলাদেশিদের মধ্যে নারী, কিশোর–কিশোরী রয়েছে। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা, কক্সবাজার, নওগাঁ, চট্টগ্রাম, যশোর, ঢাকা, বাগেরহাট, খুলনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে।
মানবাধিকার সংস্থা রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিক হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।
পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। এরপর থেকে তারা ভারতের ২৪ পরগনার ধ্রূব আশ্রম, কিশোলয়া হোম ও শুকণ্যা হোম নামের তিনটি মানবাধিকার সংস্থার আশ্রয়ে ছিল।
দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পেয়েছে। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চাই, সেই সহযোগিতা তাদের দেওয়া হবে বলে জানান মানবাধিকার সংস্থার এই কর্মকর্তা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, ফেরত আসা বাংলাদেশিদের আইনি সহায়তা ও পরিবারের কাছে পৌঁছে দিতে বাংলাদেশি তিনটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে। এদের মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ারের হেফাজতে নিয়েছে ১৪ জনকে, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হেফাজতে আছে ৯ জন ও রাইটস যশোরের কাছে আছে ১৯ জন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে ৪২ জন বাংলাদেশিকে ফেরত দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতা নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা, বিজিবি, বিএসএফ, পুলিশ, মানবাধিকার সংস্থা ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার ৪২ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ–হাইকমিশন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ট্রাভেল পারমিট আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা ৪২ বাংলাদেশিদের মধ্যে নারী, কিশোর–কিশোরী রয়েছে। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা, কক্সবাজার, নওগাঁ, চট্টগ্রাম, যশোর, ঢাকা, বাগেরহাট, খুলনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে।
মানবাধিকার সংস্থা রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিক হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।
পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। এরপর থেকে তারা ভারতের ২৪ পরগনার ধ্রূব আশ্রম, কিশোলয়া হোম ও শুকণ্যা হোম নামের তিনটি মানবাধিকার সংস্থার আশ্রয়ে ছিল।
দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পেয়েছে। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চাই, সেই সহযোগিতা তাদের দেওয়া হবে বলে জানান মানবাধিকার সংস্থার এই কর্মকর্তা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, ফেরত আসা বাংলাদেশিদের আইনি সহায়তা ও পরিবারের কাছে পৌঁছে দিতে বাংলাদেশি তিনটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে। এদের মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ারের হেফাজতে নিয়েছে ১৪ জনকে, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হেফাজতে আছে ৯ জন ও রাইটস যশোরের কাছে আছে ১৯ জন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে ৪২ জন বাংলাদেশিকে ফেরত দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতা নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা, বিজিবি, বিএসএফ, পুলিশ, মানবাধিকার সংস্থা ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
১ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে