কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে স্ত্রীর স্বীকৃতি পেতে দুদিন ধরে শামীম আজাদের (২২) বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। এর পর থেকে পলাতক রয়েছেন শামীম আজাদ। এদিকে বিষয়টি ছড়িয়ে পড়লে ওই বাড়িতে ভিড় করেন উৎসুক জনতারা।
গত বুধবার বেলা ১১টা থেকে ওই তরুণী (২০) উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে শামীমের বাড়িতে অবস্থান নেন। শামীম ওই গ্রামের জাকাত আলী মোড়লের ছেলে এবং তরুণীর বাড়ি গৌরীঘোনা ইউনিয়নের দশকাহুনিয়া গ্রামে।
ভুক্তভোগী ওই তরুণী বলেন, কলেজে পড়াকালীন চার বছর আগে মুঠোফোনের মাধ্যমে শামীমের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তার সঙ্গে শামীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেত শামীম। চলতি বছরের ৬ আগস্ট খুলনার ডুমুরিয়া উপজেলার একটি বাড়িতে ৩ লাখ টাকা কাবিনে বিয়ে করে শামীম।
ওই তরুণী আরও বলেন, শামীম ফায়ার সার্ভিসে চাকরির কথা বলে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলেন। সম্প্রতি শ্বশুরবাড়িতে নিতে বললে শামীম যোগাযোগ বন্ধ করে দেয়। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে শামীমের বাড়িতে বুধবার থেকে অবস্থান নিতে হয়। মেনে না নেওয়া পর্যন্ত এখান থেকে যাওয়া হবে না।
এ বিষয়ে জানতে শামীমের মোবাইল ফোনে কল দিলে তাঁর ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে শামীমের বাবা জাকাত আলী মোড়ল বলেন, ‘তাদের বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে খোলা তালাকও হয়ে গেছে।’
সুফলকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম পাটোয়ারি বলেন, স্ত্রীর স্বীকৃতি পেতে দুই দিন ধরে ওই তরুণী শামীমের বাড়িতে অবস্থান নিয়েছেন। তাকে ওই পরিবারের পক্ষ থেকে খাওয়া-দাওয়া দেওয়া হয়েছে। আজ শুক্রবারও ওই বাড়িতে তরুণী রয়েছে বলে। তবে ওই তরুণীকে তালাকও দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) গোরা চাঁদ দাশ বলেন, ‘খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। ওই তরুণীকে এ বিষয়ে থানায় অভিযোগ করতে বলা হয়েছে।’

যশোরের কেশবপুরে স্ত্রীর স্বীকৃতি পেতে দুদিন ধরে শামীম আজাদের (২২) বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। এর পর থেকে পলাতক রয়েছেন শামীম আজাদ। এদিকে বিষয়টি ছড়িয়ে পড়লে ওই বাড়িতে ভিড় করেন উৎসুক জনতারা।
গত বুধবার বেলা ১১টা থেকে ওই তরুণী (২০) উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে শামীমের বাড়িতে অবস্থান নেন। শামীম ওই গ্রামের জাকাত আলী মোড়লের ছেলে এবং তরুণীর বাড়ি গৌরীঘোনা ইউনিয়নের দশকাহুনিয়া গ্রামে।
ভুক্তভোগী ওই তরুণী বলেন, কলেজে পড়াকালীন চার বছর আগে মুঠোফোনের মাধ্যমে শামীমের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তার সঙ্গে শামীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেত শামীম। চলতি বছরের ৬ আগস্ট খুলনার ডুমুরিয়া উপজেলার একটি বাড়িতে ৩ লাখ টাকা কাবিনে বিয়ে করে শামীম।
ওই তরুণী আরও বলেন, শামীম ফায়ার সার্ভিসে চাকরির কথা বলে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলেন। সম্প্রতি শ্বশুরবাড়িতে নিতে বললে শামীম যোগাযোগ বন্ধ করে দেয়। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে শামীমের বাড়িতে বুধবার থেকে অবস্থান নিতে হয়। মেনে না নেওয়া পর্যন্ত এখান থেকে যাওয়া হবে না।
এ বিষয়ে জানতে শামীমের মোবাইল ফোনে কল দিলে তাঁর ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে শামীমের বাবা জাকাত আলী মোড়ল বলেন, ‘তাদের বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে খোলা তালাকও হয়ে গেছে।’
সুফলকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম পাটোয়ারি বলেন, স্ত্রীর স্বীকৃতি পেতে দুই দিন ধরে ওই তরুণী শামীমের বাড়িতে অবস্থান নিয়েছেন। তাকে ওই পরিবারের পক্ষ থেকে খাওয়া-দাওয়া দেওয়া হয়েছে। আজ শুক্রবারও ওই বাড়িতে তরুণী রয়েছে বলে। তবে ওই তরুণীকে তালাকও দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) গোরা চাঁদ দাশ বলেন, ‘খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। ওই তরুণীকে এ বিষয়ে থানায় অভিযোগ করতে বলা হয়েছে।’

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১০ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে