যশোরের কেশবপুরে স্ত্রীর স্বীকৃতি পেতে দুদিন ধরে শামীম আজাদের (২২) বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। এর পর থেকে পলাতক রয়েছেন শামীম আজাদ। এদিকে বিষয়টি ছড়িয়ে পড়লে ওই বাড়িতে ভিড় করেন উৎসুক জনতারা।
গত বুধবার বেলা ১১টা থেকে ওই তরুণী (২০) উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে শামীমের বাড়িতে অবস্থান নেন। শামীম ওই গ্রামের জাকাত আলী মোড়লের ছেলে এবং তরুণীর বাড়ি গৌরীঘোনা ইউনিয়নের দশকাহুনিয়া গ্রামে।
ভুক্তভোগী ওই তরুণী বলেন, কলেজে পড়াকালীন চার বছর আগে মুঠোফোনের মাধ্যমে শামীমের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তার সঙ্গে শামীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেত শামীম। চলতি বছরের ৬ আগস্ট খুলনার ডুমুরিয়া উপজেলার একটি বাড়িতে ৩ লাখ টাকা কাবিনে বিয়ে করে শামীম।
ওই তরুণী আরও বলেন, শামীম ফায়ার সার্ভিসে চাকরির কথা বলে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলেন। সম্প্রতি শ্বশুরবাড়িতে নিতে বললে শামীম যোগাযোগ বন্ধ করে দেয়। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে শামীমের বাড়িতে বুধবার থেকে অবস্থান নিতে হয়। মেনে না নেওয়া পর্যন্ত এখান থেকে যাওয়া হবে না।
এ বিষয়ে জানতে শামীমের মোবাইল ফোনে কল দিলে তাঁর ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে শামীমের বাবা জাকাত আলী মোড়ল বলেন, ‘তাদের বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে খোলা তালাকও হয়ে গেছে।’
সুফলকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম পাটোয়ারি বলেন, স্ত্রীর স্বীকৃতি পেতে দুই দিন ধরে ওই তরুণী শামীমের বাড়িতে অবস্থান নিয়েছেন। তাকে ওই পরিবারের পক্ষ থেকে খাওয়া-দাওয়া দেওয়া হয়েছে। আজ শুক্রবারও ওই বাড়িতে তরুণী রয়েছে বলে। তবে ওই তরুণীকে তালাকও দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) গোরা চাঁদ দাশ বলেন, ‘খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। ওই তরুণীকে এ বিষয়ে থানায় অভিযোগ করতে বলা হয়েছে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে