
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সংকট নিরসনের জন্য ২৯ জুনের মধ্যে উপাচার্য (ভিসি) নিয়োগের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। অন্যথায় তাঁরা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
চার মাস ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকা কুয়েটের ১০১তম সিন্ডিকেট সভায় গত ৪ মে থেকে একাডেমির কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তে সাড়া দেয়নি শিক্ষক সমিতি। গত সোমবার কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভায় আগের মতো একাডেমিক কার্যক্রম বর্জন অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। গতকাল মঙ্গলবার রাতে সমিতি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিভাবক (ভিসি) ছাড়া যেহেতু ক্লাস পরীক্ষাসহ কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, তাই দ্রুত একজন যোগ্য উপাচার্য নিয়োগ দেওয়ার জোর দাবি জানানো হয়। ২৯ জুনের মধ্যে ভিসি নিয়োগ করে চলমান সংকট নিরসনে পদক্ষেপ না নেওয়া হলে সমিতি পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন স্বাক্ষর রয়েছে।
এর আগে ৩ মে চুয়েটের অধ্যাপক ড. মো. হযরত আলীকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৯ মে ক্যাম্পাস ত্যাগ করেন। ২২ মে তিনি পদত্যাগ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিভাবকহীন হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা বন্ধ। ২৫ মে সংকট নিরসনের জন্য অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠান। কিন্তু এখনো কোনো সমাধান পাওয়া যায়নি। ঈদ-পরবর্তী অফিস খোলার পরে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা না পাওয়ায় অদ্যাবধি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা বিরাজ করছে।
শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে ভিসি নিয়োগের জন্য ৪ জুন সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে শিক্ষক সমিতি বিস্মিত হয়। কেননা এমন ঘটনা দেশে এটাই প্রথম। বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতার মাপকাঠিতে এই ক্যাম্পাসে যেখানে ৬০ জনের বেশি অধ্যাপক বিদ্যমান, তবু মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তি একটি দীর্ঘসূত্রতার পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ৬ হাজারের বেশি শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়েছে বলে শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে