
নড়াইলের কালিয়ায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলায় দুজন গুরুতর জখম হয়েছেন। এলাকায় কর্তৃত্ব বজায় রাখতে স্থানীয় পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামাল হোসেন ধলার নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়।
এলাকাবাসী জানায়, বুড়িখালী গ্রামে এত দিন আওয়ামী লীগ নেতা ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন ধলার আধিপত্য বজায় ছিল। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় বিএনপি নেতা মান্নু, মাকসুদ শেখের নেতৃত্বে বিএনপির লোকজন এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন করলে উভয় পক্ষে উত্তেজনা শুরু হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে ধলা মেম্বারের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর ও দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। তাতে আমিনুর গাজী (৪৬) নামের একজন গুলিবিদ্ধ হন এবং ট্যাটাবিদ্ধ হয়ে আহত হন হেকমত গাজী (৪৭)। তাঁদের দুজনকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত আমিনুর গাজী বলেন, ‘বিএনপি কার্যালয় উদ্বোধন করার পর পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায় ধলা মেম্বার ও তার লোকজন।’
এ ব্যাপারে ইউপি সদস্য জামাল হোসেন ধলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বুড়িখালীর পরিবেশ এখন শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৩ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৩ মিনিট আগে