
কুষ্টিয়ার খোকসায় সহপাঠীদের সঙ্গে বেড়াতে গিয়ে গড়াই নদে ডুবে নিখোঁজ স্কুলছাত্র আমান হাসানের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে কমলাপুর সাহাপাড়া এলাকায় লাশ ভেসে উঠলে স্থানীয়রা ডুবুরি দলকে খবর দেয়। পরে উদ্ধার অভিযানে থাকা ডুবুরি দল লাশটি উদ্ধার করে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ আজকের পত্রিকাকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে পা পিছলে পানিতে ডুবে নিখোঁজ হয় আমান। আমান উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর এলাকার শামীম হাসানের ছেলে। সে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
নিহত আমানের চাচা সাবুব আলম চঞ্চল জানান, বেলা ১১টার দিকে লাশ ভেসে উঠলে ডুবুরি দল উদ্ধার করে। উদ্ধারের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেলা ৩টায় স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে ছেলের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েছেন মা-বাবা। আমানের এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে।
পরিবার সূত্রে জানা গেছে, স্কুল থেকে আমান হাসানসহ আট সহপাঠী গড়াই নদের জানিপুর ঘাটসংলগ্ন একটি কফি হাউসে আসে। সেখান থেকে তারা গড়াই নদের চরে যায়। এ সময় আমান ব্লকের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায় সে।
এক বন্ধু হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। নদে স্রোত বেশি থাকায় সাঁতার না জানায় আমান পানিতে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও আমান হাসানের সন্ধান পায়নি। প্রাথমিকভাবে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধান করতে থাকেন। পরে দুপুরে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেই।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। আজ মঙ্গলবার সকাল থেকে আবারও তারা উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে লাশটি উদ্ধার হয়। লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে