বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ড তথা বেতাগী উপজেলার সাধারণ সদস্য পদের হাতি প্রতীকের প্রার্থী বাবুল আক্তারের সমর্থকদের শটগান দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। নির্বাচনী প্রচারণা থেকে ফেরার সময় তিনি এ হুমকি দেন বলে অভিযোগে উঠেছে।
আজ শুক্রবার সকালে প্রার্থী বাবুল আক্তার তাঁর প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল মার্কার প্রার্থী নাহিদ মাহমুদ লিটুর বিরুদ্ধে এই অভিযোগে এনে বেতাগী থানায় লিখিত অভিযোগ করেন।
হাতি প্রতীকের প্রার্থী বাবুল আক্তার বলেন, ‘গত বৃহস্পতিবার হোসনাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে মোকামিয়া এলাকায় পৌঁছালে আমার কয়েকজন ভোটারকে শটগান দেখিয়ে লিটু গুলি করার হুমকি দেয়। আমার ভোটারেরা তখন শান্ত অবস্থায় পরিস্থিতি খারাপ হওয়ার আগে সেই স্থান ত্যাগ করে চলে আসে। এ ঘটনায় আমি আমার এবং আমার ভোটারদের জীবনের নিরাপত্তা চেয়ে আজ থানায় লিখিত অভিযোগ দেই।’
তবে এ অভিযোগ অস্বীকার করে নাহিদ মাহমুদ লিটু বলেন, ‘নির্বাচনে পরাজয় বুঝতে পেরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিরুদ্ধে নতুনভাবে ষড়যন্ত্র করছে। সুষ্ঠু তদন্ত করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে। বাবুল আক্তার নির্বাচনের শুরু থেকে নানা কৌশলে ভয়ভীতি দেখিয়ে আমার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। আমি এই বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেই। এর পরিপ্রেক্ষিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁকে শোকজও করেন।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘সদস্য প্রার্থী বাবুল আক্তার তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটুর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেব।’

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ড তথা বেতাগী উপজেলার সাধারণ সদস্য পদের হাতি প্রতীকের প্রার্থী বাবুল আক্তারের সমর্থকদের শটগান দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। নির্বাচনী প্রচারণা থেকে ফেরার সময় তিনি এ হুমকি দেন বলে অভিযোগে উঠেছে।
আজ শুক্রবার সকালে প্রার্থী বাবুল আক্তার তাঁর প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল মার্কার প্রার্থী নাহিদ মাহমুদ লিটুর বিরুদ্ধে এই অভিযোগে এনে বেতাগী থানায় লিখিত অভিযোগ করেন।
হাতি প্রতীকের প্রার্থী বাবুল আক্তার বলেন, ‘গত বৃহস্পতিবার হোসনাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে মোকামিয়া এলাকায় পৌঁছালে আমার কয়েকজন ভোটারকে শটগান দেখিয়ে লিটু গুলি করার হুমকি দেয়। আমার ভোটারেরা তখন শান্ত অবস্থায় পরিস্থিতি খারাপ হওয়ার আগে সেই স্থান ত্যাগ করে চলে আসে। এ ঘটনায় আমি আমার এবং আমার ভোটারদের জীবনের নিরাপত্তা চেয়ে আজ থানায় লিখিত অভিযোগ দেই।’
তবে এ অভিযোগ অস্বীকার করে নাহিদ মাহমুদ লিটু বলেন, ‘নির্বাচনে পরাজয় বুঝতে পেরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিরুদ্ধে নতুনভাবে ষড়যন্ত্র করছে। সুষ্ঠু তদন্ত করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে। বাবুল আক্তার নির্বাচনের শুরু থেকে নানা কৌশলে ভয়ভীতি দেখিয়ে আমার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। আমি এই বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেই। এর পরিপ্রেক্ষিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁকে শোকজও করেন।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘সদস্য প্রার্থী বাবুল আক্তার তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটুর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেব।’

ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
২ মিনিট আগে
পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
আজ সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি মো. সুমন সরকার।
১ ঘণ্টা আগে