মাগুরা প্রতিনিধি

ক্রিকেট ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনী প্রচার-প্রচারণা ব্যানারে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দেখা গেলেও এবার রাজনৈতিক ব্যানারে দেখা যাচ্ছে তাঁকে। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে সাঁটানো হয়েছে শুভেচ্ছা ব্যানার।
মাগুরা শহরের কেশব মোড়ের বাড়ির মূল ফটকসংলগ্ন দেয়ালে দেখা যায়, নৌকায় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতাসংবলিত সেসব ব্যানার।
মনোনয়ন নিশ্চিত হওয়ার পর গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই ব্যানারগুলো সাঁটানো হয়। এত দিন ক্রিকেটার হিসেবে দেখার পর এই প্রথম রাজনৈতিক ব্যানারে তাঁকে দেখতে পেয়ে অনেকেই দাঁড়িয়ে ব্যানার দেখছেন।
স্থানীয় বাসিন্দা বাবুল মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘শেখ হাসিনা তাঁকে (সাকিব) নৌকা দিয়েছেন, এটা ভাবতেও পারিনি। কারণ, সে কখনো রাজনীতি করেনি। এখন রাজনীতিতে নাম লেখালেন, তাই বিষয়টি অন্য রকম লাগছে।’
সরেজমিন দেখা গেছে, মনোনয়ন পাওয়ার পর আজ সোমবার সকাল থেকে সাকিব আল হাসানের কেশব মোড়ের বাড়ির চেহারা উৎসব মুখর হয়ে উঠেছে। মানুষের বসার ব্যবস্থাসহ বাড়ির উত্তর পাশে ছোট্ট মাঠে ত্রিপল দিয়ে সাজানো হচ্ছে ছাউনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিব ঢাকা থেকে আগামী মঙ্গলবার যেকোনো সময় মাগুরায় আসবেন।
নৌকা প্রতীকে সাকিবকে এবার বিপুল ভোটে নির্বাচিত করতে চান স্থানীয়রা। তাঁদের আশা, সাকিব আল হাসান এমপি নির্বাচিত হলে বিভিন্ন কাজের পাশাপাশি খেলাধুলাকে অন্য পর্যায়ে নিয়ে যাবেন। সেই সঙ্গে তিনি একজন স্পোর্টসম্যান হওয়ায় স্থানীয় খেলোয়াড়দের আরও বড় পর্যায়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
মাগুরা-১ আসনটি সদর উপজেলার চারটি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলা নিয়ে। এ আসনে বর্তমান সংসদ সদস্য রয়েছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন।

ক্রিকেট ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনী প্রচার-প্রচারণা ব্যানারে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দেখা গেলেও এবার রাজনৈতিক ব্যানারে দেখা যাচ্ছে তাঁকে। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে সাঁটানো হয়েছে শুভেচ্ছা ব্যানার।
মাগুরা শহরের কেশব মোড়ের বাড়ির মূল ফটকসংলগ্ন দেয়ালে দেখা যায়, নৌকায় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতাসংবলিত সেসব ব্যানার।
মনোনয়ন নিশ্চিত হওয়ার পর গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই ব্যানারগুলো সাঁটানো হয়। এত দিন ক্রিকেটার হিসেবে দেখার পর এই প্রথম রাজনৈতিক ব্যানারে তাঁকে দেখতে পেয়ে অনেকেই দাঁড়িয়ে ব্যানার দেখছেন।
স্থানীয় বাসিন্দা বাবুল মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘শেখ হাসিনা তাঁকে (সাকিব) নৌকা দিয়েছেন, এটা ভাবতেও পারিনি। কারণ, সে কখনো রাজনীতি করেনি। এখন রাজনীতিতে নাম লেখালেন, তাই বিষয়টি অন্য রকম লাগছে।’
সরেজমিন দেখা গেছে, মনোনয়ন পাওয়ার পর আজ সোমবার সকাল থেকে সাকিব আল হাসানের কেশব মোড়ের বাড়ির চেহারা উৎসব মুখর হয়ে উঠেছে। মানুষের বসার ব্যবস্থাসহ বাড়ির উত্তর পাশে ছোট্ট মাঠে ত্রিপল দিয়ে সাজানো হচ্ছে ছাউনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিব ঢাকা থেকে আগামী মঙ্গলবার যেকোনো সময় মাগুরায় আসবেন।
নৌকা প্রতীকে সাকিবকে এবার বিপুল ভোটে নির্বাচিত করতে চান স্থানীয়রা। তাঁদের আশা, সাকিব আল হাসান এমপি নির্বাচিত হলে বিভিন্ন কাজের পাশাপাশি খেলাধুলাকে অন্য পর্যায়ে নিয়ে যাবেন। সেই সঙ্গে তিনি একজন স্পোর্টসম্যান হওয়ায় স্থানীয় খেলোয়াড়দের আরও বড় পর্যায়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
মাগুরা-১ আসনটি সদর উপজেলার চারটি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলা নিয়ে। এ আসনে বর্তমান সংসদ সদস্য রয়েছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে