
ক্রিকেট ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনী প্রচার-প্রচারণা ব্যানারে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দেখা গেলেও এবার রাজনৈতিক ব্যানারে দেখা যাচ্ছে তাঁকে। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে সাঁটানো হয়েছে শুভেচ্ছা ব্যানার।
মাগুরা শহরের কেশব মোড়ের বাড়ির মূল ফটকসংলগ্ন দেয়ালে দেখা যায়, নৌকায় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতাসংবলিত সেসব ব্যানার।
মনোনয়ন নিশ্চিত হওয়ার পর গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই ব্যানারগুলো সাঁটানো হয়। এত দিন ক্রিকেটার হিসেবে দেখার পর এই প্রথম রাজনৈতিক ব্যানারে তাঁকে দেখতে পেয়ে অনেকেই দাঁড়িয়ে ব্যানার দেখছেন।
স্থানীয় বাসিন্দা বাবুল মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘শেখ হাসিনা তাঁকে (সাকিব) নৌকা দিয়েছেন, এটা ভাবতেও পারিনি। কারণ, সে কখনো রাজনীতি করেনি। এখন রাজনীতিতে নাম লেখালেন, তাই বিষয়টি অন্য রকম লাগছে।’
সরেজমিন দেখা গেছে, মনোনয়ন পাওয়ার পর আজ সোমবার সকাল থেকে সাকিব আল হাসানের কেশব মোড়ের বাড়ির চেহারা উৎসব মুখর হয়ে উঠেছে। মানুষের বসার ব্যবস্থাসহ বাড়ির উত্তর পাশে ছোট্ট মাঠে ত্রিপল দিয়ে সাজানো হচ্ছে ছাউনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিব ঢাকা থেকে আগামী মঙ্গলবার যেকোনো সময় মাগুরায় আসবেন।
নৌকা প্রতীকে সাকিবকে এবার বিপুল ভোটে নির্বাচিত করতে চান স্থানীয়রা। তাঁদের আশা, সাকিব আল হাসান এমপি নির্বাচিত হলে বিভিন্ন কাজের পাশাপাশি খেলাধুলাকে অন্য পর্যায়ে নিয়ে যাবেন। সেই সঙ্গে তিনি একজন স্পোর্টসম্যান হওয়ায় স্থানীয় খেলোয়াড়দের আরও বড় পর্যায়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
মাগুরা-১ আসনটি সদর উপজেলার চারটি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলা নিয়ে। এ আসনে বর্তমান সংসদ সদস্য রয়েছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে