প্রতিনিধি

খুলনা: ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলা করতে ১ হাজার ৪২টি স্থায়ী-অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত করছে জেলা প্রশাসন। গঠন করা হয়েছে ১১৪টি মেডিকেল টিম। জেলার উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। ঝুঁকি এড়াতে খুলনা থেকে নৌযান চলাচল বন্ধ রেখেছে মালিক পক্ষ।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় ১ হাজার ৪২টি স্থায়ী-অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সেগুলো পরিষ্কার করছে জেলার ২৪ শতাধিক সিপিবি সদস্য। প্রতিটি আশ্রয় কেন্দ্রে অন্তঃসত্ত্বা মহিলাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য একটি কক্ষ রাখা হচ্ছে। এ ছাড়া উপজেলাগুলোতে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। উপজেলায় ৬০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় মেরামত করা হচ্ছে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। খুলনা জেলায় ৮৭২ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। কেয়রা পাইকগাছা, দাকোপ বটিয়াঘাটা, ডুমুরিয়া এই পাঁচটি উপজেলা উপকূলীয় এলাকায় রয়েছে ২০ কিলোমিটারের বেশি ঝুঁকিপূর্ণ বাঁধ। এরই মধ্যে তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
করোনার কারণে টানা ৪৯ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর চালুর সরকারি নির্দেশ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে খুলনা থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে মালিক পক্ষ।
এমএল ফারিয়া সাদিয়া লঞ্চের কর্মচারী আলমগীর চৌধুরী জানান, প্রাকৃতিক দুর্যোগের সময় যাত্রীদের জীবনকে গুরুত্ব দিয়ে সাধারণত লঞ্চ চলাচল বন্ধ থাকে, ইয়াস সৃষ্টি হওয়ার পর তার ব্যতিক্রম হয়নি।
খুলনা নদী বন্দরের উপপরিচালক আব্দুর রাজ্জাক বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে দুই নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে মালিক পক্ষ তাঁদের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে।

খুলনা: ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলা করতে ১ হাজার ৪২টি স্থায়ী-অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত করছে জেলা প্রশাসন। গঠন করা হয়েছে ১১৪টি মেডিকেল টিম। জেলার উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। ঝুঁকি এড়াতে খুলনা থেকে নৌযান চলাচল বন্ধ রেখেছে মালিক পক্ষ।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় ১ হাজার ৪২টি স্থায়ী-অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সেগুলো পরিষ্কার করছে জেলার ২৪ শতাধিক সিপিবি সদস্য। প্রতিটি আশ্রয় কেন্দ্রে অন্তঃসত্ত্বা মহিলাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য একটি কক্ষ রাখা হচ্ছে। এ ছাড়া উপজেলাগুলোতে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। উপজেলায় ৬০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় মেরামত করা হচ্ছে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। খুলনা জেলায় ৮৭২ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। কেয়রা পাইকগাছা, দাকোপ বটিয়াঘাটা, ডুমুরিয়া এই পাঁচটি উপজেলা উপকূলীয় এলাকায় রয়েছে ২০ কিলোমিটারের বেশি ঝুঁকিপূর্ণ বাঁধ। এরই মধ্যে তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
করোনার কারণে টানা ৪৯ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর চালুর সরকারি নির্দেশ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে খুলনা থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে মালিক পক্ষ।
এমএল ফারিয়া সাদিয়া লঞ্চের কর্মচারী আলমগীর চৌধুরী জানান, প্রাকৃতিক দুর্যোগের সময় যাত্রীদের জীবনকে গুরুত্ব দিয়ে সাধারণত লঞ্চ চলাচল বন্ধ থাকে, ইয়াস সৃষ্টি হওয়ার পর তার ব্যতিক্রম হয়নি।
খুলনা নদী বন্দরের উপপরিচালক আব্দুর রাজ্জাক বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে দুই নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে মালিক পক্ষ তাঁদের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২১ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩০ মিনিট আগে