সাবেক স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আহত তরুণী যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গ্রেপ্তার যুবকের নাম বাবু খাঁ (৩০)। তিনি কুষ্টিয়ার খাজানগরের আদর্শপাড়ার জলিল খাঁর ছেলে। আহত তরুণীর নাম নাজমিন আক্তার (২৫)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামের আশাফুলের মেয়ে।
আহতের পরিবার ও পুলিশ বলছে, ১০ বছর আগে নাজমিন ও বাবুর পারিবারিকভাবে বিয়ে হয়। পরে তাঁদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। শিশু জন্মের পর থেকে তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। এরই জেরে সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
পরিবার বলছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে নাজমিনের বাবার বাড়িতে আসেন বাবু। এ সময় কথা-কাটাকাটি শুরু হয় বাবু ও নাজমিনের মধ্যে। এর একপর্যায়ে নাজমিনকে এলোপাতাড়ি হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন বাবু। পরে নাজমিনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ‘এ ঘটনায় নাজমিনের বাবা থানায় লিখিত অভিযোগ করেছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশ অভিযানে যায়। বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে