যশোরের অভয়নগরে ভৈরব নদে পড়ে নিখোঁজ হওয়া ঘাটশ্রমিক সাগর হোসেন বিশ্বাসের (৩৫) মরদেহ ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চিশতি ট্রেডার্সের ঘাট সংলগ্ন ভৈরব নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এ মরদেহ উদ্ধার করে।
নিহত সাগর হোসেন বিশ্বাস উপজেলার গুয়াখোলা গ্রামের তুরাফ বিশ্বাসের ছেলে ও অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যাণ্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
চিশতি ট্রেডার্সের ঘাট সর্দার সোহাগ সরদার জানান, রোববার ভোর থেকে ঘাটে নোঙর করা এমভি আহসান হাবিব-১ নামের একটি কার্গো জাহাজ থেকে গম আনলোডের কাজ চলছিল। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ৫০ কেজির বস্তা নিয়ে জাহাজ থেকে নামার সময় পাশাপাশি থাকা দুই জাহাজের মাঝে সাগর হোসেন বিশ্বাস পড়ে যান।
এ সময় কর্মরত শ্রমিকেরা নদীতে নেমে সাগরকে উদ্ধারের চেষ্টা করে। অনেক খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান না পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা টিটব শিকদার জানান, খুলনা থেকে ফায়ার সার্ভিসের ৭ সদস্যের একটি ডুবুরি দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা অভিযান চালিয়ে নিখোঁজ ঘাট শ্রমিকের মরদেহ উদ্ধার করে। পরে নৌপুলিশের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।
নওয়াপাড়া নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, নিখোঁজ ঘাট শ্রমিক সাগর হোসেন বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে অভয়নগর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৩১ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৬ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে