সাতক্ষীরার শ্যামনগরে সাব্বির হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং নাইম গ্রুপের সদস্যরা। গতকাল বুধবার রাতে উপজেলার পাশেরখালী ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে পাশের মুন্সিগঞ্জের সিংহড়তলী গ্রামের রবিউল ইসলামের ছেলে। দুই বছর আগে কালিঞ্চির ডাবল মার্ডারের ঘটনার সঙ্গে একই কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার অভিযোগ ছিল। সাব্বির এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
আহত সাব্বিরের বাবা রবিউল ইসলাম বলেন, গতকাল বুধবার বিকেলে রমজানগর-মুন্সিগঞ্জ এলাকায় একটি মাহফিলে যায় তাঁর ছেলে। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে এলাকার কিশোর গ্যাং প্রধান নাইমের নেতৃত্বে মাহিম, আছানুর, সুমনসহ সাত-আটজন সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় তিনি সাতজনের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এখনো এজাহার হাতে পৌঁছায়নি। লিখিত অভিযোগ পাওয়ার পরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১০ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৬ মিনিট আগে