শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে অগ্নিকাণ্ডে তিনটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
বাজারের রবিউলের মুসলিম মিষ্টান্ন ভান্ডারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের আরও দুটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক পণ্যের দোকান আগুনে পুড়ে যায়। বাজারে আগুন দেখে সীমাখালী বাজারে অবস্থানরত শামছুর রহমান মাগুরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। অগ্নিকাণ্ডে বাজারের চারটি দোকানের জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে মুসলিম মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রবিউল ইসলাম জানান, তাঁর দোকানে তিনটি ফ্রিজ, চার আলমারিসহ মোট ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সীমাখালী বাজারের দোকানদার আজিজুর জানান, তাঁর দোকানের একটি ফ্রিজ, তিনটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকানদার আলাউদ্দীন বলেন, তাঁর দোকানের একটি ফ্রিজ, চারটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকানদার লিটন বলেন, ‘আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। আমি কিছুদিন আগে যশোর থেকে প্রায় ৩ লাখ টাকার পণ্য কিনে এনেছি। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
ডি এ ডি ফায়ার স্টেশন কর্মকর্তা মাসুদ সরদার বলেন, ‘আমরা দিবাগত রাত ২টার (আনুমানিক) দিকে খবর পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছানোর ৩০ মিনিটির মধ্যে বাজারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) বিশারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে অগ্নিকাণ্ডে তিনটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
বাজারের রবিউলের মুসলিম মিষ্টান্ন ভান্ডারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের আরও দুটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক পণ্যের দোকান আগুনে পুড়ে যায়। বাজারে আগুন দেখে সীমাখালী বাজারে অবস্থানরত শামছুর রহমান মাগুরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। অগ্নিকাণ্ডে বাজারের চারটি দোকানের জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে মুসলিম মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রবিউল ইসলাম জানান, তাঁর দোকানে তিনটি ফ্রিজ, চার আলমারিসহ মোট ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সীমাখালী বাজারের দোকানদার আজিজুর জানান, তাঁর দোকানের একটি ফ্রিজ, তিনটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকানদার আলাউদ্দীন বলেন, তাঁর দোকানের একটি ফ্রিজ, চারটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকানদার লিটন বলেন, ‘আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। আমি কিছুদিন আগে যশোর থেকে প্রায় ৩ লাখ টাকার পণ্য কিনে এনেছি। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
ডি এ ডি ফায়ার স্টেশন কর্মকর্তা মাসুদ সরদার বলেন, ‘আমরা দিবাগত রাত ২টার (আনুমানিক) দিকে খবর পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছানোর ৩০ মিনিটির মধ্যে বাজারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) বিশারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৮ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২৪ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে