বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দর দিয়ে বৈধপথে পণ্যবাহী ট্রাকে বাংলাদেশ-ভারতের মধ্যে চোরাচালান প্রতিরোধে কার্গোভেহিকেল টার্মিনালে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন স্থাপন করা হয়েছে। এখন পরীক্ষামূলক ট্রায়াল চলছে। আগামী মাসের প্রথম দিকে শুরু হবে এর চূড়ান্ত কার্যক্রম।
অত্যাধুনিক এই স্ক্যানার পণ্যবাহী ট্রাকে লুকিয়ে রাখা যেকোনো ধাতব পদার্থ বা অবৈধ পণ্য শনাক্ত করতে সক্ষম। এটি স্থাপন করা হলে ব্যবসায়ীদের হয়রানি যেমন কমবে, তেমনি বাণিজ্য নিরাপত্তা বহুগুণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বন্দর সংশ্লিষ্টরা জানান, স্থলপথে বাংলাদেশ-ভারতের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে। বেনাপোল বন্দরের গুরুত্ব বিবেচনা করে সরকার ইতিমধ্যে ৩২৯ কোটি টাকা ব্যয়ে শূন্যরেখায় কার্গোভেহিকেল টার্মিনাল স্থাপন করেছে। তবে বন্দরে স্ক্যানিং কার্যক্রম না থাকায় চোরাকারবারিদের কারণে সম্প্রতি এ পথ এখন অরক্ষিত হয়ে পড়েছে। স্বর্ণ, মাদকসহ অবৈধ পণ্য ভারত অংশে আটক হলেও স্ক্যানিং মেশিনের অভাবে এপারের নিরাপত্তাকর্মীরা অনেকটা অসহায় হয়ে পড়েছিলেন।
অবশেষে সরকার বেনাপোল বন্দরে বাণিজ্য নিরাপত্তা ও স্বচ্ছতা ফেরাতে কার্গোভেহিকেল টার্মিনালে স্ক্যানিং মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অর্থায়নে কেনা হয় ছয়টি স্ক্যানার। যার একটি স্থাপন করা হয় বেনাপোল বন্দরে। পণ্যবাহী ট্রাক প্রবেশদ্বারে শূন্যরেখায় অত্যাধুনিক স্ক্যানার স্থাপনের কাজ শেষ প্রান্তে। জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে স্ক্যানিংয়ের কার্যক্রম। সীমান্ত অতিক্রমের সময় সন্দেহভাজন পণ্যবাহী ট্রাক এ স্ক্যানারে তোলা হবে। ফলে ট্রাকটিতে ঘোষণার অতিরিক্ত কোনো পণ্য বা লুকিয়ে রাখা যেকোনো ধাতব পদার্থ থাকলে সহজেই শনাক্ত করা যাবে।
পণ্যবাহী ট্রাকচালক রহিম বলেন, বেনাপোল বন্দরে আগের একটি স্ক্যানিং মেশিন থাকলেও সেটি প্রায় এক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। সীমান্তপথে কড়াকড়ি থাকায় এখন চোরাকারবারিরা কৌশলে আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাকে বৈধ পণ্যের সঙ্গে স্বর্ণ, মাদক পাচার হচ্ছে। নতুন স্ক্যানার মেশিন চালু হলে বৈধ পথে চোরাচালান ও ট্রাকচালকদের হয়রানি বন্ধ হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মো. মেহেরুল্লাহ বলেন, ব্যবসায়ীদের দাবির মুখে বন্দরে স্ক্যানিং মেশিন চালু হচ্ছে। তাতে বাণিজ্য নিরাপত্তা বাড়বে।
এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক ফয়সাল আহসান সজীব আজকের পত্রিকাকে বলেন, ‘স্ক্যানার স্থাপনের ফলে বাণিজ্যে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। দ্রুত পণ্য আমদানিতেও ভূমিকা রাখবে। আমরা আশা করছি, জানুয়ারিতে এটা চালু হবে।’

যশোরের বেনাপোল বন্দর দিয়ে বৈধপথে পণ্যবাহী ট্রাকে বাংলাদেশ-ভারতের মধ্যে চোরাচালান প্রতিরোধে কার্গোভেহিকেল টার্মিনালে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন স্থাপন করা হয়েছে। এখন পরীক্ষামূলক ট্রায়াল চলছে। আগামী মাসের প্রথম দিকে শুরু হবে এর চূড়ান্ত কার্যক্রম।
অত্যাধুনিক এই স্ক্যানার পণ্যবাহী ট্রাকে লুকিয়ে রাখা যেকোনো ধাতব পদার্থ বা অবৈধ পণ্য শনাক্ত করতে সক্ষম। এটি স্থাপন করা হলে ব্যবসায়ীদের হয়রানি যেমন কমবে, তেমনি বাণিজ্য নিরাপত্তা বহুগুণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বন্দর সংশ্লিষ্টরা জানান, স্থলপথে বাংলাদেশ-ভারতের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে। বেনাপোল বন্দরের গুরুত্ব বিবেচনা করে সরকার ইতিমধ্যে ৩২৯ কোটি টাকা ব্যয়ে শূন্যরেখায় কার্গোভেহিকেল টার্মিনাল স্থাপন করেছে। তবে বন্দরে স্ক্যানিং কার্যক্রম না থাকায় চোরাকারবারিদের কারণে সম্প্রতি এ পথ এখন অরক্ষিত হয়ে পড়েছে। স্বর্ণ, মাদকসহ অবৈধ পণ্য ভারত অংশে আটক হলেও স্ক্যানিং মেশিনের অভাবে এপারের নিরাপত্তাকর্মীরা অনেকটা অসহায় হয়ে পড়েছিলেন।
অবশেষে সরকার বেনাপোল বন্দরে বাণিজ্য নিরাপত্তা ও স্বচ্ছতা ফেরাতে কার্গোভেহিকেল টার্মিনালে স্ক্যানিং মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অর্থায়নে কেনা হয় ছয়টি স্ক্যানার। যার একটি স্থাপন করা হয় বেনাপোল বন্দরে। পণ্যবাহী ট্রাক প্রবেশদ্বারে শূন্যরেখায় অত্যাধুনিক স্ক্যানার স্থাপনের কাজ শেষ প্রান্তে। জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে স্ক্যানিংয়ের কার্যক্রম। সীমান্ত অতিক্রমের সময় সন্দেহভাজন পণ্যবাহী ট্রাক এ স্ক্যানারে তোলা হবে। ফলে ট্রাকটিতে ঘোষণার অতিরিক্ত কোনো পণ্য বা লুকিয়ে রাখা যেকোনো ধাতব পদার্থ থাকলে সহজেই শনাক্ত করা যাবে।
পণ্যবাহী ট্রাকচালক রহিম বলেন, বেনাপোল বন্দরে আগের একটি স্ক্যানিং মেশিন থাকলেও সেটি প্রায় এক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। সীমান্তপথে কড়াকড়ি থাকায় এখন চোরাকারবারিরা কৌশলে আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাকে বৈধ পণ্যের সঙ্গে স্বর্ণ, মাদক পাচার হচ্ছে। নতুন স্ক্যানার মেশিন চালু হলে বৈধ পথে চোরাচালান ও ট্রাকচালকদের হয়রানি বন্ধ হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মো. মেহেরুল্লাহ বলেন, ব্যবসায়ীদের দাবির মুখে বন্দরে স্ক্যানিং মেশিন চালু হচ্ছে। তাতে বাণিজ্য নিরাপত্তা বাড়বে।
এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক ফয়সাল আহসান সজীব আজকের পত্রিকাকে বলেন, ‘স্ক্যানার স্থাপনের ফলে বাণিজ্যে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। দ্রুত পণ্য আমদানিতেও ভূমিকা রাখবে। আমরা আশা করছি, জানুয়ারিতে এটা চালু হবে।’

চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। ২০১৩ সালের ৩ নভেম্বর নগরীর খুলশী থানার টাইগারপাস আমবাগান...
২৮ মিনিট আগে
আসন্ন নির্বাচনে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।’
৪২ মিনিট আগে
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে ‘টিসি নয়, প্রমোশনের’ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন অভিভাবক। উত্তরা ৬ নম্বর সেক্টরের কলেজটির মূল ফটকের সামনে আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জড়ো হওয়া শুরু করেন অভিভাবকেরা।
১ ঘণ্টা আগে