চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে জড়িতদের আটকের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা।
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ নুর মোহাম্মদ আলী রেজার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পিপি এম ইদ্রিস আলী, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, সিনিয়র আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান, মাহাবুব আলম বাচ্চু, আর এম মঈনুল হক ময়না, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট, এম এ গফুর, স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক জিপি সোহেল শামীম।
সভায় বক্তারা বলেন, বাবুল শুধু একজন জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে প্রশাসনের প্রতিনিধি। অথচ ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, এখনো পর্যন্ত কেউ আটক হয়নি, যা উদ্বেগজনক।
বক্তারা প্রশাসনের উদ্দেশে বলেন, আপনারা আইনজীবীদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের আটক করতে হবে। অন্যথায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১-এর পিপি সেতারা খাতুন, দুদকের পিপি আশরাফুল আলম বিপ্লব, সাবেক স্পেশাল পিপি বদরুজ্জামান পলাশ, সাইফুল করিম মুকুল, খোন্দকার মোয়াজ্জাম হোসেন মুকুল, জুলফিকার আলী জুলু, আব্দুল মজিদ, সৈয়দ কবীর হোসেন জনি প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার রাত ৮টার দিকে যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে জড়িতদের আটকের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা।
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ নুর মোহাম্মদ আলী রেজার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পিপি এম ইদ্রিস আলী, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, সিনিয়র আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান, মাহাবুব আলম বাচ্চু, আর এম মঈনুল হক ময়না, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট, এম এ গফুর, স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক জিপি সোহেল শামীম।
সভায় বক্তারা বলেন, বাবুল শুধু একজন জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে প্রশাসনের প্রতিনিধি। অথচ ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, এখনো পর্যন্ত কেউ আটক হয়নি, যা উদ্বেগজনক।
বক্তারা প্রশাসনের উদ্দেশে বলেন, আপনারা আইনজীবীদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের আটক করতে হবে। অন্যথায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১-এর পিপি সেতারা খাতুন, দুদকের পিপি আশরাফুল আলম বিপ্লব, সাবেক স্পেশাল পিপি বদরুজ্জামান পলাশ, সাইফুল করিম মুকুল, খোন্দকার মোয়াজ্জাম হোসেন মুকুল, জুলফিকার আলী জুলু, আব্দুল মজিদ, সৈয়দ কবীর হোসেন জনি প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার রাত ৮টার দিকে যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে