সাতক্ষীরার শ্যামনগর পশ্চিম সুন্দরবনের কলাগাছিয়া থেকে একটি বাঘের দেহাবশেষ উদ্ধার করেছে বনকর্মীরা। গতকাল শনিবার দুপুরে বুড়িগোয়ালিনী স্টেশনে বন বিভাগের সদস্যরা নিয়মিত টহলের সময় অর্ধগলিত ওই দেহাবশেষ দেখতে পায়। আজ রোববার দেহাবশেষ বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিস এলাকায় এনে মাটি চাপা দেওয়া হয়েছে।
বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, দুই থেকে তিন সপ্তাহ আগে বাঘটি মারা গেছে। বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে বলে মনে করেন তাঁরা।
এ ঘটনায় শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সুন্দরবনের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধূরী আজকের পত্রিকাকে বলেন, ‘বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নুর আলমের নেতৃত্বে বনকর্মীরা গতকাল টহলে যায়। এ সময় জীব-জন্তুর শরীরের পচনের দুর্গন্ধের সূত্র ধরে তারা মুরালীখালের মাথায় পৌঁছে অর্ধগলিত অবস্থায় বাঘটির দেহাবশেষ দেখতে পায়। পরে বস্তায় ভরে বাঘের দেহাবশেষ নিয়ে আজ সকালে তারা বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসে পৌঁছেন।’
সহকারী বন সংরক্ষক আরও বলেন, ‘বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে। তবে শরীরের বেশির ভাগ অংশ পচে যাওয়ায় বাঘটি পুরুষ নাকি নারী তা নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নুর আলম শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরির পর রেঞ্জ কার্যালয়ের পাশে মৃতদেহ মাটি চাপা দেওয়া হয়েছে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে